হিউ ম্যাসি

অস্ট্রেলীয় ক্রিকেটার উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

হিউ ম্যাসি

হিউ হ্যামন ম্যাসি (ইংরেজি: Hugh Massie; জন্ম: ১১ এপ্রিল, ১৮৫৪ - মৃত্যু: ১২ অক্টোবর, ১৯৩৮) নিয়ার বেলফাস্ট এলাকায় জন্মগ্রহণকারী অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের পক্ষে টেস্ট ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।[] এছাড়াও তিনি জাতীয় দলের অধিনায়কত্ব করেন।

দ্রুত তথ্য ব্যক্তিগত তথ্য, পূর্ণ নাম ...
হিউ ম্যাসি
Thumb
১৮৮২ সালের সংগৃহীত স্থিরচিত্রে হিউ ম্যাসি
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
হিউ হ্যামন ম্যাসি
জন্ম(১৮৫৪-০৪-১১)১১ এপ্রিল ১৮৫৪
নিয়ার বেলফাস্ট (বর্তমানে - পোর্ট ফেইরি, ভিক্টোরিয়া), অস্ট্রেলিয়া
মৃত্যু১২ অক্টোবর ১৯৩৮(1938-10-12) (বয়স ৮৪)
পয়েন্ট পিপার, নিউ সাউথ ওয়েলস, অস্ট্রেলিয়া
উচ্চতা১.৮৩ মিটার (৬ ফুট ০ ইঞ্চি)
ব্যাটিংয়ের ধরনডানহাতি
ভূমিকাশীর্ষসারির ব্যাটসম্যান, অধিনায়ক
সম্পর্করবার্ট জন জ্যাক অলরাইট ম্যাসি
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ২৮)
৩১ ডিসেম্বর ১৮৮১ বনাম ইংল্যান্ড
শেষ টেস্ট২৪ ফেব্রুয়ারি ১৮৮৫ বনাম ইংল্যান্ড
ঘরোয়া দলের তথ্য
বছরদল
১৮৭৮ - ১৮৮৮নিউ সাউথ ওয়েলস
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট এফসি
ম্যাচ সংখ্যা ৬৪
রানের সংখ্যা ২৪৯ ২৪৮৫
ব্যাটিং গড় ১৫.৫৬ ২৩.০০
১০০/৫০ ০/১ ১/১৩
সর্বোচ্চ রান ৫৫ ২০৬
বল করেছে ১২৬
উইকেট
বোলিং গড় - ৩০.০০
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং - ২/৩৯
ক্যাচ/স্ট্যাম্পিং ৫/০ ৩৫/০
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ২৩ মার্চ ২০১৫
বন্ধ

হিউ ম্যাসি ঘরোয়া ক্রিকেটে নিউ সাউথ ওয়েলস দলের পক্ষাবলম্বন করেন। তার পুত্র রবার্ট জন জ্যাক অলরাইট ম্যাসি নিউ সাউথ ওয়েলসের অন্যতম ক্রিকেটার ছিলেন।[]

খেলোয়াড়ী জীবন

১৮৮২ সালের অ্যাশেজ সিরিজের ওভাল টেস্টে তার ভূমিকা স্মরণীয় হয়ে আছে। পরবর্তীতে ফ্রেড স্পফোর্থের অবিস্মরণীয় বোলিং প্রদর্শনে খেলায় ফলাফল আসে।[] চার্লস ব্যানারম্যানের সাথে ব্যাটিং উদ্বোধনে নেমে মারকুটে ব্যাটসম্যান ম্যাসি মাত্র ৬০ বল খেলে ৪৭ মিনিটে ৫৫ রান তোলেন। এ রান সংগ্রহে তিনি নয়টি বাউন্ডারি মারেন।[] এরফলে তার দল নাটকীয়ভাবে মাত্র ৭ রানের ব্যবধানে জয় পেয়েছিল। ১৮৮৪-৮৫ মৌসুমে ইংল্যান্ডের বিপক্ষে একটিমাত্র টেস্টে অধিনায়কত্ব করেন।

তথ্যসূত্র

আরও দেখুন

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.