Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
হালিমা সুলতান ( উসমানীয় তুর্কি: حلیمه سلطان ) সুলতান তৃতীয় মেহমেদ এর হাসেকি বা উপপত্নী এবং সুলতান প্রথম মুস্তাফা এর মা ছিলেন এবং বেগম সুুলতান হিসেবে অটোমান সাম্রাজ্যের একজন অভিভাবক ছিলেন। মেহমদের সাথে তার চারটি সন্তান ছিল: শাহজাদা মাহমুদ, প্রথম মুস্তাফা এবং দুই মেয়ে। তিনি ২২ নভেম্বর ১৬১৭ থেকে ২৬ ফেব্রুয়ারি ১৬১৮ এবং ১০ সেপ্টেম্বর ১৬২৩ পর্যন্ত বেগম সুলতান হিসাবে ডি-ফ্যাক্টো সহ-শাসক ছিলেন।। নারী সালতানাত নামে পরিচিত ঐ যুগে হালিমাও অন্যতম বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন।
হালিমা সুলতান | |
---|---|
Principal consort | |
ভালিদে সুলতান উসমানীয় সাম্রাজ্যের (প্রথমবার দখল) | |
দখল | ২২ নভেম্বর ১৬১৭ – ২৬ ফেব্রুয়ারি ১৬১৮ |
পূর্বসূরি | হানদান সুলতান |
(দ্বিতীয়বার দখল) | |
দখল | ১৯ মে ১৬২২ – ১০ সেপ্টেম্বর ১৬২৩ |
উত্তরসূরি | কোসেম সুলতান |
জন্ম | ১৫৭০ আবখাজিয়া, উসমানীয় সাম্রাজ্য |
মৃত্যু | ইস্কি প্রাসাদ, বায়েজিদ স্কয়ার, ইস্তাম্বুল, উসমানীয় সাম্রাজ্য |
সমাধি | প্রথম মুস্তাফা সমাধি, হাজিয়া সোফিয়া মসজিদ, ইস্তাম্বুল |
দাম্পত্য সঙ্গী | সুলতান তৃতীয় মুহাম্মদ |
বংশধর | শাহজাদা মাহমুদ প্রথম মুস্তাফা দুজন কন্যা |
ধর্ম | সুন্নি ইসলাম |
পাঁচ সুলতানের রাজত্বকালে হালিমা উসমানীয় সাম্রাজ্যে পার্ষদ হিসাবে বাস করতেন: মুরাদ তৃতীয়, মেহমেদ তৃতীয়, আহমেদ প্রথম, মোস্তফা প্রথম এবং দ্বিতীয় ওসমান এর শাসন কালে।
তার মৃত্যুর বিষয়ে কিছুই জানা যায়নি। তিনি ইস্তাম্বুলের হাজিয়া সোফিয়া মসজিদে ছেলের সমাধিতে সমাধিস্থ হয়েছেন। [১]
মেহেমেদের সাথে, হালিমার চারটি সন্তান ছিল:
২০১৫ সালে টিভি সিরিজ মুহতেসেম ইউজইল: কোসেম এ, হালিমা সুলতানকে চিত্রিত করেছেন তুর্কি অভিনেত্রী আসলাহান গারবুজ ।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.