হালিমা বিনতে ইয়াকুব (জাওই: حليمة بنت يعقوب; জন্ম ২৩শে আগস্ট ১৯৫৪) হলেন সিঙ্গাপুরের একজন রাজনীতিবিদ যিনি বর্তমানে সিঙ্গাপুরের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণের পূর্বে ২০১৩ সাল থেকে ২০১৭ সালের আগস্ট পর্যন্ত তিনি সিঙ্গাপুরের সরকারি দল পিপল’স একশন পার্টির মনোনীত স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন।[1] ২০০১ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি সংসদে জুরং দলের হয়ে প্রতিনিধিত্ব করেন এবং ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত মার্সিলিং ইউ দলের প্রতিনিধিত্ব করেন।

দ্রুত তথ্য হালিমা ইয়াকুব, 8th সিঙ্গাপুরের রাষ্ট্রপতি ...
হালিমা ইয়াকুব
حليمة بنت يعقوب
Thumb
২০১২ সালে হালিমা ইয়াকুব
8th সিঙ্গাপুরের রাষ্ট্রপতি
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
১৪ সেপ্টেম্বর ২০১৭
প্রধানমন্ত্রীলি সিয়েন লুং
পূর্বসূরীচেনচিনিয়েন
9th সিঙ্গাপুরের আইনসভার স্পিকার
কাজের মেয়াদ
১৪ জাুনয়ারি ২০১৩  ৭ আগস্ট ২০১৭
ডেপুটিচার্লস চং
লিম বুই চুয়ান
পূর্বসূরীমাইকেল পালমার
উত্তরসূরীতান চুয়ান জিং
মার্সিলিং ইউ দলে আসনের
সিঙ্গাপুর সংসদ সদস্য
কাজের মেয়াদ
১১ সেপ্টেম্বর ২০১৫  ৭ আগস্ট ২০১৭
পূর্বসূরীনির্বাচনী এলাকা প্রতিষ্ঠা
উত্তরসূরীখালি (এমপি হিসেবে)
জ্যকি মুহামদ (পরামর্শক হিসেবে)
জুরং দল আসনের
সিঙ্গাপুর সংসদ সদস্য
কাজের মেয়াদ
৩ নভেম্বর ২০০১  ২৪ আগস্ট ২০১৫
পূর্বসূরীনির্বাচনী এলাকা প্রতিষ্ঠা
উত্তরসূরীরাহাউ মেহেজাম
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1954-08-23) ২৩ আগস্ট ১৯৫৪ (বয়স ৬৯)
সিঙ্গাপুর কলোনি
রাজনৈতিক দলপিপল’স একশন পার্টি (২০০১-২০১৭)
সতন্ত্র (২০১৭–বর্তমান)
দাম্পত্য সঙ্গীমুহাম্মদ আব্দুল্লাহ আহাবসি
সন্তান
শিক্ষাসিঙ্গাপুরের জাতীয় বিশ্ববিদ্যালয় (এলএলবি, এলএলএম)
বন্ধ

২০১৭ সালের ৭ই আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের জন্য তিনি সংসদের এমপি ও স্পিকার হিসেবে এবং তার দল পিএপি থেকে পদত্যাগ করেন।[2] ২০১৭ সালের ১৩ সেপ্টেম্বর তিনি রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন যেহেতু সেসময় তার প্রতিদ্বন্দ্বী কোন প্রার্থী ছিল না।[3][4] পরের দিন[5] তিনি সিঙ্গাপুরের সর্বপ্রথম নারী রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন।[6]

প্রারম্ভিক জীবন ও শিক্ষা

Thumb
আকাসাকা প্যালেসের গেস্ট হাউজে হালিমা ইয়াকুব

হালিমা ইয়াকুব বাবার পক্ষ থেকে ভারতীয় বংশদ্ভূত এবং মায়ের পক্ষ থেকে মালয় বংশদ্ভূত। তার ৪ বছর বয়সে তার পিতা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন এবং তিনিসহ তার চার ভাইবোন পরবর্তীতে মায়ের কাছে বড় হন।[7][8][9] তার বাবার মৃত্যুর সময় তার পরিবার দারিদ্রতার মধ্য দিয়ে জীবন অতিবাহিত করে। তিনি বিভিন্ন সময় তৎকালীন সিঙ্গাপুর পলিটেকটিকের সামনে এবং প্রিন্স এডওয়ার্ড সড়কের কাছে নাসি পেডং বিক্রিতে তার মাকে সাহায্য করতেন।[10][11]

১৯৭৮ সালে সিঙ্গাপুর জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রী অর্জনের পূর্বে তিনি সিঙ্গাপুর চীনা বিদ্যালয় ও তেনজং কেটং বালিকা বিদ্যালয়ে অধ্যয়ন করেন। ১৯৮১ সালে তিনি সিঙ্গাপুর বারে যোগদান করেন। ২০০১ সালে তিনি সিঙ্গাপুর জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ২০১৬ সালের ৭ই জুলাইে এনইউএসতে তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রী প্রদান করা হয়।[12]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.