হালবি ভাষা

ভাষা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

হালবি ভাষা

হালবি (বাস্তারি, হালবা, হালবাস, হালাবি, হালবি, মাহারি, মেহারি) একটি পূর্ব ইন্দো-আর্য ভাষা যার সাথে ওড়িয়ামারাঠি ভাষার সাদৃশ্য বিদ্যমান।[] ভারতে প্রায় পাঁচ লক্ষ মানুষ এই ভাষায় কথা বলে। এটির বাক্য গঠনের রূপ হল কর্তা-কর্ম-ক্রিয়া। এই ভাষা বিশেষ্যের পূর্বে বিশেষণের দৃঢ় ব্যবহার করে থাকে। এটিকে বাণিজ্যিক ভাষা হিসেবে বিবেচনা করা হলেও এই ভাষাভাষীদের মাঝে শিক্ষার হার খুবই কম। প্রায় দুই লাখ মানুষ হালবি ভাষাকে দ্বিতীয় ভাষা হিসেবে বিবেচনা করে থাকে। ভাষাটি ওড়িয়াদেবনাগরী হরফে লেখা হয়ে থাকে।

দ্রুত তথ্য হালবি, দেশোদ্ভব ...
হালবি
ହଲବୀ, हलबी
দেশোদ্ভবভারত
অঞ্চলমধ্যপ্রদেশ, ছত্তিসগড়, অন্ধ্রপ্রদেশ, ওডিশামহারাষ্ট্র
জাতিহালবা
মাতৃভাষী
৭,৬৬,২৯৭ (২০১১ সালের আদমশুমারি)[]
ইন্দো-ইউরোপীয়
ভাষা কোডসমূহ
আইএসও ৬৩৯-৩hlbসমেত কোড
পৃথক কোডসমূহ:
hlb  Halbi
bhu  ভুঞ্জিয়া
গ্লোটোলগhalb1244  (Halbi)[]
bhun1242  (ভুঞ্জিয়া)[]
লিঙ্গুয়াস্ফেরা59-AAF-tb
Thumb
হালবিভাষী অঞ্চল
বন্ধ

তথ্যসূত্র

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.