হালবি ভাষা
ভাষা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
হালবি (বাস্তারি, হালবা, হালবাস, হালাবি, হালবি, মাহারি, মেহারি) একটি পূর্ব ইন্দো-আর্য ভাষা যার সাথে ওড়িয়া ও মারাঠি ভাষার সাদৃশ্য বিদ্যমান।[৪] ভারতে প্রায় পাঁচ লক্ষ মানুষ এই ভাষায় কথা বলে। এটির বাক্য গঠনের রূপ হল কর্তা-কর্ম-ক্রিয়া। এই ভাষা বিশেষ্যের পূর্বে বিশেষণের দৃঢ় ব্যবহার করে থাকে। এটিকে বাণিজ্যিক ভাষা হিসেবে বিবেচনা করা হলেও এই ভাষাভাষীদের মাঝে শিক্ষার হার খুবই কম। প্রায় দুই লাখ মানুষ হালবি ভাষাকে দ্বিতীয় ভাষা হিসেবে বিবেচনা করে থাকে। ভাষাটি ওড়িয়া ও দেবনাগরী হরফে লেখা হয়ে থাকে।
হালবি | |
---|---|
ହଲବୀ, हलबी | |
দেশোদ্ভব | ভারত |
অঞ্চল | মধ্যপ্রদেশ, ছত্তিসগড়, অন্ধ্রপ্রদেশ, ওডিশা ও মহারাষ্ট্র |
জাতি | হালবা |
মাতৃভাষী | ৭,৬৬,২৯৭ (২০১১ সালের আদমশুমারি)[১]
|
ইন্দো-ইউরোপীয়
| |
ভাষা কোডসমূহ | |
আইএসও ৬৩৯-৩ | hlb – সমেত কোডপৃথক কোডসমূহ: hlb – Halbibhu – ভুঞ্জিয়া |
গ্লোটোলগ | halb1244 (Halbi)[২]bhun1242 (ভুঞ্জিয়া)[৩] |
লিঙ্গুয়াস্ফেরা | 59-AAF-tb |
![]() হালবিভাষী অঞ্চল |
তথ্যসূত্র
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.