হারুনুর রশীদ নামটি নিম্নের ব্যক্তিবর্গকে নির্দেশ করতে পারেঃ হারুনুর রশীদ (বীর প্রতীক) –বীর প্রতীক খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা। হারুনুর রশীদ (চাঁপাইনবাবগঞ্জের রাজনীতিবিদ) –চাঁপাইনবাবগঞ্জের বিএনপির রাজনীতিবিদ ও সাংসদ। হারুনুর রশীদ (চাঁদপুরের রাজনীতিবিদ) –চাঁদপুরের বিএনপির রাজনীতিবিদ ও সাংসদ। হারুনুর রশীদ (ক্রিকেটার) –বাংলাদেশি ক্রিকেটার। হারুনুর রশিদ (খলিফা) - আববাসীয় খলিফা৷ আরও দেখুন এম হারুন-উর-রশীদ –বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান ছিলেন। আবুল মকসুদ হারুন অর রশীদ –বাংলাদেশের একজন পদার্থবিজ্ঞানী। হারুন অর রশিদ –জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য। হারুন অর রশিদ খান -বাংলাদেশী রাজনীতিবিদ ও চাঁদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য। হারুনার রশীদ খান মুন্নু –মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ছিলেন। এই দ্ব্যর্থতা নিরসন পাতাটিতে একই নামে থাকা ব্যক্তিদের নিবন্ধের তালিকা রয়েছে। যদি একটি অভ্যন্তরীণ সংযোগ আপনাকে এখানে নিয়ে আসে, আপনি চাইলে সেই সংযোগটি পরিবর্তন করে উদ্দিষ্ট নিবন্ধে সরাসরি নির্দেশ দিতে পারেন। Wikiwand - on Seamless Wikipedia browsing. On steroids.