হারকাতুল জিহাদ আল ইসলামি

উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

হারকাত-উল-জিহাদ-আল-ইসলামি (আরবি: حركة الجهاد الإسلامي, অর্থঃ ইসলামের পবিত্র জিহাদ আন্দোলন) (হুজি) একটি ইসলামি সংগঠন,[1] যেটি ১৯৯০ সাল থেকে বাংলাদেশ, পাকিস্তান এবং ভারতের মত এশীয় কিছু দেশে সক্রিয় ছিল। ২০০৫ সালে বাংলাদেশে এই সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়।

বাংলাদেশে তৎপরতা

এই সংগঠনের বাংলাদেশ শাখা প্রতিষ্ঠার পর দেশের মাদ্রাসাসমূহ থেকে তাদের দলে নিয়োগ প্রদান করে এবং এসময় বেশ দ্রুত বাংলাদেশে এর তৎপরতা বৃদ্ধি পায়।[2] চট্টগ্রাম এবং কক্সবাজারের পাহাড়ি এলাকায় তাদের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা হত।[3]

পরবর্তিতে ১৯৯৯ সালে এই দলটি বাংলাদেশী সাহিত্যিক শামসুর রহমানকে হত্যার চেষ্টা করে।[4] ২০০১ সালে এই সংগঠনটি রমনা বটমূলে বর্ষবরন উৎসবে বোমা হামলার দায় স্বীকার করে।[5] এই হামলায় উক্ত সংগঠনের একজন আত্মঘাতি হামলাকারী সহ মোট দশ জন নিহত হয়। ২০০৪ সালে এই সংগঠনটি (তৎকালীন বিরোধীদলীয় নেত্রী) শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা চালায়। এই হামলায় আইভি রহমানসহ ২৩ জন নিহত এবং প্রায় ২০০ জন আহত হয়।[6]

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.