Remove ads
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
হাডসন উপসাগর (Inuktitut: Kangiqsualuk ilua,[২] ফরাসি: baie d'Hudson, ইংরেজি: Hudson Bay) হলো কানাডার উত্তর-পূর্বাঞ্চলের একটি বৃহৎ নোনাজলীয় উপসাগর। ১২,৩০,০০০ বর্গ কি.মি. আয়তনের বিশাল অংশ নিয়ে এই উপসাগরের অবস্থান। হাডসন উপসাগরের জলস্রোত ও জলপ্রণালীসমূহের মোট আয়তন ৩৮,৬১,০০০ বর্গ কি.মি. যেগুলো নুনাভুতের দক্ষিণ পশ্চিমাঞ্চল, সাস্কাচুয়ান, এ্যালবার্টা, মানিটোবার অধিকাংশ অঞ্চল, অন্টারিও, কুইবেক, নর্থ ডাকোটার কিছু অংশ, দক্ষিণ ডাকোটা, মিনেসোটা এবং মন্টানার মতো অনেক রাজ্য ও শহরের ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে।এর দক্ষিণাঞ্চলকে জেমস বে বা জেমস উপসাগর বলা হয়। কানাডার পুর্বাঞ্চলের ক্রী উপজাতিদের ভাষায় হাডসন অথবা জেমস উপসাগরকে উইনিপেকো (Wînipekw) (দক্ষিণাঞ্চলীয় ভাষা) ও উইনিপাকো (Wînipâkw) (উত্তরাঞ্চলীয় ভাষা) নামে অভিহিত করা হয়।
হাডসন উপসাগর | |
---|---|
অবস্থান | উত্তর আমেরিকা |
স্থানাঙ্ক | ৬০° উত্তর ০৮৫° পশ্চিম |
মহাসাগর/সমুদ্রের উৎস | উত্তর মহাসাগর, উত্তর আটলাণ্টিক মহাসাগর |
অববাহিকার দেশসমূহ | কানাডা, যুক্তরাষ্ট্র |
সর্বাধিক দৈর্ঘ্য | ১,৩৭০ কিমি (৮৫১.২৮ মা) |
সর্বাধিক প্রস্থ | ১,০৫০ কিমি (৬৫২.৪৪ মা) |
পৃষ্ঠতল অঞ্চল | ১২,৩০,০০০ কিমি২ (৪,৭০,০০০ মা২) |
গড় গভীরতা | ১০০ মিটার (৩৩০ ফু) |
সর্বাধিক গভীরতা | ২৭০ মিটার (৮৯০ ফু)[১] |
হিমায়িত | মধ্য-ডিসেম্বর থেকে মধ্য-জুন পর্যন্ত |
দ্বীপপুঞ্জ | বেলচের দ্বীপমালা অটোয়া দ্বীপমালা |
জনবসতি | Churchill, Sanikiluaq |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.