হাউজফুল ৪ একটি হাস্যরসাত্মক হিন্দি চলচ্চিত্র, যেটি পরিচালনা করেছেন ফারহাদ সামজি, প্রযোজনা করেছেন সাজিদ নাদিয়াদওয়ালা। চলচ্চিত্রটি নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হয়েছে। চলচ্চিত্রটি হাউজফুল ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তি।[৪][৫] হাউজফুল ফ্র্যাঞ্চাইজির আগের তিনটি চলচ্চিত্রের মত এটির পরিচালক সাজিদ খান এই চলচ্চিত্রে যুক্ত নেই।[৬] তাঁর মতে, চলচ্চিত্রটি বলিউডে হাস্যরসাত্মক ঘরানার চলচ্চিত্রগুলোর মাঝে সবচেয়ে ব্যয়বহুল চলচ্চিত্র হতে চলেছে।[৭][৮][৯] চলচ্চিত্রটি ২০১৯ সালের দিওয়ালি উৎসবে মুক্তি পায়।[১০]
হাউজফুল ৪ | |
---|---|
পরিচালক | ফারহাদ সামজি |
প্রযোজক | সাজিদ নাদিয়াদওয়ালা |
চিত্রনাট্যকার | সাজিদ-ফারহাদ |
কাহিনিকার | সনু নাদিয়াওয়ালা |
শ্রেষ্ঠাংশে | অক্ষয় কুমার কৃতি স্যানন রিতেশ দেশমুখ কৃতি খরবন্দা ববি দেওল পূজা হেগড়ে রানা দজ্ঞুবাতি |
সুরকার | সোহাইল সেন গুরু রাধাওয়া রজত নাগপাল |
প্রযোজনা কোম্পানি | নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট |
পরিবেশক | ফক্স স্টার স্টুডিওজ |
মুক্তি | ২৫ অক্টোবর, ২০১৯ |
স্থিতিকাল | ১৪৫ মিনিট[১] |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
নির্মাণব্যয় | ₹৭৫ কোটি[২] |
আয় | প্রা. ₹২৯৬ কোটি[৩] |
অভিনয়ে
- অক্ষয় কুমার - হর্ষিত "হ্যারি" সিনহা / রাজকুমার বালা দেব সিং
- রিতেশ দেশমুখ - রোহান "রায়" সিনহা / বাংদু মহারাজ
- ববি দেওল - কবির "ম্যাক্স" সিনহা / ধরমপুত্র
- কৃতি স্যানন - কৃতি ঠাকরল / রাজকুমারী মধু
- পূজা হেগড়ে - পূজা ঠাকরল / রাজকুমারী মালা
- কৃতি খরবন্দা - নেহা ঠাকরল / রাজকুমারী মীনা
- রানা দজ্ঞুবাতি - জয় সিং ভাল্লাদেভা
- ক্রিস্টাইন ফ্রসেথ - সায়না
- চাংকি পান্ডে - আখরি পাস্তা
- বোমান ইরানি - বাটুক প্যাটেল
- শারাদ কেলকার[১১]
- জনি লিভার
- জেমি লিভার
- প্রদীপ রাওয়াত
- সৌরভ শুক্লা
সমালোচনা
পরিচালক সাজিদ খানের এই চলচ্চিত্র পরিচালনার কথা থাকলেও, ভারতে 'মি টু আন্দোলন' চলাকালে তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন অভিনেত্রী সালোনি চোপড়া,র্যাচেল হোয়াইয় ও সাংবাদিক কেমা উপাধ্যায়।[১২] এই অভিযোগের দরুন সাজিদ খান চলচ্চিত্রটি পরিচালনা না করার ঘোষণা দেন এবং অক্ষয় কুমার এক টুইট বার্তায় জানান যে, তিনি এই চলচ্চিত্রে তাঁর চরিত্রের চিত্রগ্রহণ বাতিল করেছেন ও তিনি অভিযুক্ত কোন ব্যক্তির অধীনে কাজ করবেন না, যতক্ষণ না পর্যন্ত সেই ব্যক্তি অভিযোগের তদন্ত শেষে নির্দোষ প্রমাণিত না হয়।[১৩] এরপরে নানা পাটেকর তনুশ্রী দত্ত কর্তৃক আনীত যৌন হয়রানির অভিযোগের দরুন সরে দাঁড়ান।[১৪]
অতঃপর, ফারহাদ সামজি, যিনি হাউজফুল ৩ এর অন্যতম পরিচালক ছিলেন, তিনি সাজিদ খানের পরিবর্তে হাউজফুল ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তিতে পরিচালক হিসেবে নিযুক্ত হন।[১৫]
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.