Remove ads

অবকক্ষ বা হাইপোথ্যালামাস (ইংরেজি: Hypothalamus) (গ্রিক থেকে ὑπό = নিচে এবং θάλαμος = কক্ষ, প্রকোষ্ঠ) অগ্র মস্তিষ্কের একটি অংশ যা কক্ষের (থ্যালামাসের) ঠিক নিচে অবস্থিত ও ধূসর পদার্থ দ্বারা নির্মিত একটি কাঠামো। অবকক্ষ হাইপোফাইসিয়াল ট্র্যাক্ট দ্বারা পিটুইটারি গ্রন্থির সাথে যুক্ত থাকার মাধ্যমে স্নায়ু তন্ত্রের সাথে অন্তঃক্ষরা গ্রন্থির সংযোগ ঘটায়। অবকক্ষ শ্বসনজনিত কিছু কাজ ছাড়াও স্বয়ংক্রিয় স্নায়ু তন্ত্রের কিছু কাজ করে। এটি কতিপয় উদ্বোধক রস (হরমোন) সৃষ্টি ও ক্ষরণ করে যাদের অবকক্ষীয় উদ্বোধক রস বা বিমুক্তকারী উদ্বোধক রস (রিলিজিং হরমোন) বলে। আর এরই প্রভাবে এরা পিটুইটারি গ্রন্থিকে উদ্দীপ্ত কিংবা নিবৃত করে।

দ্রুত তথ্য অবকক্ষ (হাইপোথ্যালামাস), বিস্তারিত ...
অবকক্ষ (হাইপোথ্যালামাস)
Thumb
মানবমস্তিষ্কে অবকক্ষের (হাইপোথ্যালামাসের) অবস্থান
Thumb
Diencephalon
বিস্তারিত
শনাক্তকারী
লাতিনhypothalamus
মে-এসএইচD007031
নিউরোলেক্স আইডিbirnlex_734
টিএ৯৮A14.1.08.401
A14.1.08.901
টিএ২5714
এফএমএFMA:62008
স্নায়ুতন্ত্রের শারীরস্থান পরিভাষা
বন্ধ

অবকক্ষ শরীরের তাপমাত্রা, ক্ষুধা, তৃষ্ণা, ঘুমের মত গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত থাকে।[১]

Remove ads

ক্ষরিত উদ্বোধক রস (হরমোন)

আরও তথ্য ক্ষরিত উদ্বোধক রস (হরমোন), সংক্ষিপ্ত রূপ ...
ক্ষরিত উদ্বোধক রস (হরমোন)সংক্ষিপ্ত রূপউৎপত্তি স্থানপ্রভাব
থাইরোট্রপিন বিমুক্তকারী উদ্বোধক রস TRHহাইপোথ্যালামাসের প্যারাভেন্ট্রিকুলার নিউরনঅগ্র পিটুইটারি হতে থাইরয়েড উদ্দীপক উদ্বোধক রস (TSH)কে নিঃসরিত হতে উদ্দীপ্ত করে।
ডোপামিন
(প্রোল্যাক্টিন নিবারনকারী উদ্বোধক রস)
DA বা PIHআরকুয়েট নিউক্লিয়াসের ডোপামিন নিউরন অগ্র পিটুইটারি হতে প্রোল্যাক্টিন নিঃসরণে বাঁধা দেয়।
গ্রোথ উদ্বোধক রস বিমুক্তকারী উদ্বোধক রস GHRHআরকুয়েট নিউক্লিয়াসের নিউরো-এন্ডোক্রাইন নিউরনঅগ্র পিটুইটারি হতে গ্রোথ উদ্বোধক রসকে নিঃসরণ হতে উদ্দীপ্ত করে।
সোমাটোস্ট্যাটিন
(গ্রোথ উদ্বোধক রস নিবারক উদ্বোধক রস)
SS, GHIH, বা SRIFপেরিভেন্ট্রিকুলার নিউক্লিয়াসের নিউরো-এন্ড্রোক্রাইন কোষঅগ্র পিটুইটারি হতে গ্রোথ উদ্বোধক রস কে নিঃসরণে বাঁধা দেয় ।
অগ্র পিটুইটারি হতে থাইরয়েড উদ্দীপক উদ্বোধক রস (TSH) কে নিঃসরণে বাধা দেয়
গোনাডোট্রপিন বিমুক্তকারী উদ্বোধক রস GnRH বা LHRHপ্রি-অপটিক এলাকা্র নিউরো-এন্ডোক্রাইন নিউরনঅগ্র পিটুইটারি হতে ফলিকল উদ্দীপক উদ্বোধক রস (FSH) কে নিঃসরণ হতে উদ্দীপ্ত করে।
অগ্র পিটুইটারি হতে লুটিনাইজিং উদ্বোধক রস (LH) কে নিঃসরণ হতে উদ্দীপ্ত করে।
কর্টিকোট্রপিন বিমুক্তকারী উদ্বোধক রস CRH বা CRFহাইপোথ্যালামাসের প্যারাভেন্ট্রিকুলার নিউরন এর পারভোসেলুলার নিউরোসিক্রেটরি নিউরনঅগ্র পিটুইটারি হতে অ্যাড্রেনোকর্টিকোট্রপিন উদ্বোধক রস (ACTH) কে নিঃসরণ হতে উদ্দীপ্ত করে।
অক্সিটোসিন OT বা OXTসুপ্রাঅপটিক নিউক্লিয়াস এবং প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস এর ম্যাগনোসেলুলার নিউরোসিক্রেটরি নিউরনজরায়ু সংকোচন
ল্যাকটেশন (দুগ্ধ নিঃসৃত হওয়া)
ভ্যাসোপ্রেসিন
(অ্যান্টিডাইইউরেটিক উদ্বোধক রস)
ADH বা AVP বা VPসুপ্রাঅপটিক নিউক্লিয়াস এবং প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস এর পারভোসেলুলার নিউরোসিক্রেটরি নিউরন , ম্যাগনোসেলুলার নিউরোসিক্রেটরি নিউরননেফ্রনের ডিস্টাল পেঁচানো নালিকা(Distal Convoluted Tubule) এবংসংগ্রাহী ডাক্ট(Collecting Duct) এ পানির প্রবেশ্যতা(permeability) বাড়ায় , এভাবে পানির পুনর্শোষণ (reabsorption) বৃদ্ধি করে।
বন্ধ
Remove ads

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.

Remove ads