হযরত

ইসলামের সম্মানসূচক সম্বোধন উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

হযরত (Ḥaḍrah, আরবি: حضرة) হল সম্মানসূচক আরবি উপাধি। এর শাব্দিক অর্থ "উপস্থিত"। উচ্চ মর্যাদার ব্যক্তিদের ক্ষেত্রে ব্যবহৃত পশ্চিমা সম্মানসূচক উপাধি যেমন "Your Honour" (বিচারকদের জন্য), "His/Her Majesty" (রাজকীয় ব্যক্তির জন্য) বা "তার পবিত্রতা" (ধর্মীয় ব্যক্তির জন্য) নামক উপাধির সাথে এর মিল রয়েছে। তুর্কি ও বসনিয়ান ভাষায়ও এই শব্দটি রয়েছে। যদিও এটির শব্দিক অর্থ 'উপস্থিত' কিন্তু ভারতীয় উপমহাদেশে এই শব্দটি দ্বারা সম্মানিত,জনাব,মাননীয় ব্যক্তিবর্গকে বুঝানো হয়ে থাকে।

পাক ভারত উপমহাদেশে হযরত শব্দটি আলেম উলামাগনের নামের পূর্বে বিশেষ ভাবে ব্যবহার করা হয়ে থাকে।

ব্যক্তির নামের সাথে হযরত ব্যবহারের উদাহরণ হল: হযরত মুহাম্মাদ, হযরত মুসা, হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান এবং হযরত আলী ইত্যাদি।

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.