স্বাধীনতা পুরস্কার বাংলাদেশের জাতীয় এবং “সর্বোচ্চ বেসামরিক পুরস্কার”।[1] দেশ ও জাতির কল্যাণে বিভিন্ন ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যে ১৯৭৭ সাল থেকে এই পুরস্কার প্রদাণ করা হচ্ছে।[2] এই তালিকাটি ১৯৮০ সাল থেকে ১৯৮৯ সাল পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে স্বাধীনতা পুরস্কার প্রাপ্তদের সম্পর্কিত সার-সংক্ষেপণ।
স্বাধীনতা পুরস্কার | |
---|---|
প্রথম পুরস্কৃত | ১৯৭৭ |
সর্বশেষ পুরস্কৃত | ২০২৪ |
১৯৮০
১৯৮০ সালে ৭ জন ব্যক্তিত্বকে জাতীয় জীবনে তাদের অসাধারণ অবদানের জন্য “স্বাধীনতা পুরস্কার” সম্মাননায় ভূষিত করা হয়; যাদের মধ্যে ৪ জনকে “মরণোত্তর” সম্মাননা প্রদান করা হয়।[3]
প্রতিকৃতি | প্রাপক | ক্ষেত্র | মন্তব্য |
---|---|---|---|
মরহুম ড. মুহম্মদ শহীদুল্লাহ | শিক্ষা | মরণোত্তর বিজয়ী | |
মওলানা আবু জাফর মোহাম্মদ সালেহ (শর্ষিণার পীর) |
শিক্ষা | ||
মরহুম আলহাজ্জ্ব জহির উদ্দিন | জনসেবা | মরণোত্তর বিজয়ী | |
মরহুম কবি ফররুখ আহমদ | সাহিত্য | মরণোত্তর বিজয়ী | |
শহীদ অধ্যাপক মুনীর চৌধুরী | সাহিত্য | মরণোত্তর বিজয়ী | |
ড. খোন্দকার আমীর হাসান | বিজ্ঞান ও প্রযুক্তি | ||
সোহরাব হোসেন | সংস্কৃতি (সঙ্গীত) |
১৯৮১
১৯৮১ সালে ৮ জন ব্যক্তিত্বকে জাতীয় জীবনে তাদের অসাধারণ অবদানের জন্য “স্বাধীনতা পুরস্কার” সম্মাননায় ভূষিত করা হয়; যাদের মধ্যে ৫ জনকে “মরণোত্তর” সম্মাননা প্রদান করা হয়।[4]
প্রতিকৃতি | প্রাপক | ক্ষেত্র | মন্তব্য |
---|---|---|---|
মরহুম মওলানা মুহাম্মদ আকরাম খাঁ | সাংবাদিকতা | মরণোত্তর বিজয়ী | |
মরহুম আব্বাস উদ্দিন আহমদ | সংস্কৃতি (সঙ্গীত) |
মরণোত্তর বিজয়ী | |
মরহুম মেজর আবদুল গনি | জনসেবা | মরণোত্তর বিজয়ী | |
75px | মরহুমা বেগম সামসুন্নাহার মাহমুদ | সমাজসেবা | মরণোত্তর বিজয়ী |
মরহুম আব্বাস মির্জা | ক্রীড়া | মরণোত্তর বিজয়ী | |
জাতীয় অধ্যাপক দেওয়ান মোহাম্মদ আজরফ | সাহিত্য | ||
ওয়ালিউল্লাহ পাটোয়ারী | শিক্ষা | ||
ওস্তাদ খাদেম হোসেন খান | সংস্কৃতি (সঙ্গীত) |
১৯৮২
১৯৮২ সালে ৫ জন ব্যক্তিত্বকে জাতীয় জীবনে তাদের অসাধারণ অবদানের জন্য “স্বাধীনতা পুরস্কার” সম্মাননায় ভূষিত করা হয়; যাদের মধ্যে ৪ জনকে “মরণোত্তর” সম্মাননা প্রদান করা হয়।[5]
প্রতিকৃতি | প্রাপক | ক্ষেত্র | মন্তব্য |
---|---|---|---|
মরহুম ড. আবদুর রশীদ | শিক্ষা | মরণোত্তর বিজয়ী | |
মরহুম কাজী মোহাম্মদ মোশারফ হোসেন | জনসেবা | মরণোত্তর বিজয়ী | |
মরহুম সৈয়দ মুর্তাজা আলী | সাহিত্য | মরণোত্তর বিজয়ী | |
মরহুম আনোয়ারুল হক | সংস্কৃতি (চিত্রকলা) |
মরণোত্তর বিজয়ী | |
ফিরোজা বারী | সমাজসেবা |
১৯৮৩
১৯৮৩ সালে ৩ জন ব্যক্তিত্ব ও ১টি প্রতিষ্ঠানকে জাতীয় জীবনে তাদের অসাধারণ অবদানের জন্য “স্বাধীনতা পুরস্কার” সম্মাননায় ভূষিত করা হয়; যার মধ্যে ১ জনকে “মরণোত্তর” সম্মাননা প্রদান করা হয়।[6]
প্রতিকৃতি | প্রাপক | ক্ষেত্র | মন্তব্য |
---|---|---|---|
কবি আবদুল কাদের | সাহিত্য | ||
ড. মুহম্মদ এনামুল হক | শিক্ষা | মরণোত্তর বিজয়ী | |
ড. সিরাজুল হক | শিক্ষা | ||
বারডেম | চিকিৎসাবিদ্যা |
১৯৮৪
১৯৮৪ সালে ৬ জন ব্যক্তিত্ব এবং ২টি প্রতিষ্ঠানকে জাতীয় জীবনে তাদের অসাধারণ অবদানের জন্য “স্বাধীনতা পুরস্কার” সম্মাননায় ভূষিত করা হয়; যাদের মধ্যে ৩ জনকে “মরণোত্তর” সম্মাননা প্রদান করা হয়।[7]
প্রতিকৃতি | প্রাপক | ক্ষেত্র | মন্তব্য |
---|---|---|---|
ড. মুহম্মদ কুদরাত-এ-খুদা | বিজ্ঞান ও প্রযুক্তি | মরণোত্তর বিজয়ী | |
মোহাম্মদ নাসিরউদ্দীন | সাংবাদিকতা | ||
অধ্যাপক মুহম্মদ মনসুর উদ্দিন | সাহিত্য | ||
শাহ আবুল হাসনাৎ মোহাম্মদ ইসমাইল | সাহিত্য | ||
ওস্তাদ আয়েত আলী খাঁ | সংস্কৃতি (সঙ্গীত) |
মরণোত্তর বিজয়ী | |
বুলবুল চৌধুরী | সংস্কৃতি (নৃত্য) |
মরণোত্তর বিজয়ী | |
দীদার সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি | পল্লী উন্নয়ন | ||
কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট | সমাজসেবা |
১৯৮৫
১৯৮৫ সালে ১ জন ব্যক্তিত্বকে জাতীয় জীবনে তার অসাধারণ অবদানের জন্য “স্বাধীনতা পুরস্কার” সম্মাননায় ভূষিত করা হয়; তাকে “মরণোত্তর” সম্মাননা প্রদান করা হয়।[8]
প্রতিকৃতি | প্রাপক | ক্ষেত্র | মন্তব্য |
---|---|---|---|
মরহুম জেনারেল মোহাম্মদ আতাউল গণি ওসমানী | সমাজসেবা | মরণোত্তর বিজয়ী |
১৯৮৬
১৯৮৬ সালে ২ জন ব্যক্তিত্ব এবং ১টি প্রতিষ্ঠানকে জাতীয় জীবনে তাদের অসাধারণ অবদানের জন্য “স্বাধীনতা পুরস্কার” সম্মাননায় ভূষিত করা হয়।[9]
প্রতিকৃতি | প্রাপক | ক্ষেত্র | মন্তব্য |
---|---|---|---|
বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী, কুমিল্লা | পল্লী উন্নয়ন | ||
অধ্যাপক মফিজ উদদীন আহমেদ | বিজ্ঞান ও প্রযুক্তি | ||
মোঃ মোশাররফ হোসেন খাঁন | ক্রীড়া |
১৯৮৭
১৯৮৭ সালে ৩ জন ব্যক্তিত্ব এবং ১টি প্রতিষ্ঠানকে জাতীয় জীবনে তাদের অসাধারণ অবদানের জন্য “স্বাধীনতা পুরস্কার” সম্মাননায় ভূষিত করা হয়; যাদের মধ্যে ১ জনকে “মরণোত্তর” সম্মাননা প্রদান করা হয়।[10]
প্রতিকৃতি | প্রাপক | ক্ষেত্র | মন্তব্য |
---|---|---|---|
মরহুম এম হোসেন আলী | জনসেবা | মরণোত্তর বিজয়ী | |
অধ্যাপক সৈয়দ আলী আহসান | সাহিত্য | ||
প্রফেসর মোহাম্মদ ইউনুস | পল্লী উন্নয়ন | ||
এএফআইপিটি | চিকিৎসাবিজ্ঞান |
১৯৮৮
১৯৮৮ সালে ২ জন ব্যক্তিত্বকে জাতীয় জীবনে তাদের অসাধারণ অবদানের জন্য “স্বাধীনতা পুরস্কার” সম্মাননায় ভূষিত করা হয়; যাদের মধ্যে ১ জনকে “মরণোত্তর” সম্মাননা প্রদান করা হয়।[11]
প্রতিকৃতি | প্রাপক | ক্ষেত্র | মন্তব্য |
---|---|---|---|
আমিনুল ইসলাম | সংস্কৃতি (চিত্রকলা) |
||
মরহুম মোঃ নূরুল আলম | জনসেবা | মরণোত্তর বিজয়ী |
১৯৮৯
১৯৮৯ সালে ২ জন ব্যক্তিত্বকে জাতীয় জীবনে তাদের অসাধারণ অবদানের জন্য “স্বাধীনতা পুরস্কার” সম্মাননায় ভূষিত করা হয়।[12]
প্রতিকৃতি | প্রাপক | ক্ষেত্র | মন্তব্য |
---|---|---|---|
অধ্যাপক ডাঃ মোঃ মুস্তাফিজুর রহমান | চিকিৎসা বিজ্ঞান ও জনসেবা | ||
নিয়াজ মোর্শেদ | ক্রীড়া |
আরও দেখুন
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.