পিরোজপুর জেলার একটি পৌরসভা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
স্বরূপকাঠী পৌরসভা বাংলাদেশের পিরোজপুর জেলার অন্তর্গত নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার একটি নগরভিত্তিক স্থানীয় সরকার সংস্থা। ১৯৯৮ সালে পৌরসভাটি প্রতিষ্ঠিত হয় [২] এটি একটি "ক" শ্রেনীর পৌরসভা। [৩]
স্বরূপকাঠী পৌরসভা স্বরূপকাঠী | |
---|---|
স্থানীয় সরকার | |
ইতিহাস | |
শুরু | ১৭ ডিসেম্বর ১৯৯৮ |
নতুন অধিবেশন শুরু | ১৪ ফেব্রুয়ারি ২০১৬ |
নেতৃত্ব | |
মেয়র | |
নির্বাচন | |
এফপিটিপি | |
সর্বশেষ নির্বাচন | ৩০ ডিসেম্বর ২০১৫ |
সভাস্থল | |
স্বরূপকাঠী পৌরসভা কার্যালয় |
১৯৯৮ সালের ১৭ই ডিসেম্বর গ শ্রেণীর পৌরসভা হিসাবে স্বরূপকাঠী পৌরসভা প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ২০০৬ সালের ২৩ জুলাই এটি খ শ্রেণীতে এবং ২০১২ সালের ১ মার্চ ক শ্রেণীর পৌরসভায় উন্নীত হয়। [২]
স্বরূপকাঠি পৌরসভার আয়তন ৪.৯৮ বর্গ কিলোমিটার। [২][৪] ৯ টি ওয়ার্ড নিয়ে এ পৌরসভাটি গঠিত। [৫] এ ৯টি ওয়ার্ডে ৯ জন সাধারণ আসনের ওয়ার্ড কাউন্সিলর এবং ৩ জন সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর নির্বাচিত হন। মাননীয় মেয়র ও সম্মানিত কাউন্সিলরগণ জনগনের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন। এ পৌরসভার প্রশাসনিক কার্যক্রম নেছারাবাদ স্বরূপকাঠি থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ১২৭নং নির্বাচনী এলাকা পিরোজপুর-১ এর অংশ।
২০২২ সালের জনশুমারি অনুযায়ী স্বরূপকাঠি পৌরসভার মোট জনসংখ্যা ২৩,৩৬৬ জন। এর মধ্যে পুরুষ ১২,৭০৬ জন এবং মহিলা ১০,৬৬০ জন। মোট পরিবার ৫,২৪৪ টি।[৬]
২০২২ সালের জনশুমারি অনুযায়ী স্বরূপকাঠি পৌরসভার সাক্ষরতার হার ৮৯.৩০%।[৬]
ক্রমিক নং | নাম | পদ | কার্যকাল | |
---|---|---|---|---|
১ | মোঃ দেলোয়ার হোসেন ফারুক | মেয়র (তৎকালীন পৌর চেয়ারম্যান) | ১৯৯৯-২০০৪ | |
২ | মোঃ মাহবুব আহসান | মেয়র | ২০০৪-২০১১ | |
৩ | মোঃ দেলোয়ার হোসেন ফারুক | মেয়র | ২০১১-২০১৩ | |
৪ | মোঃ শফিকুল ইসলাম ফরিদ | মেয়র | ৪ জুলাই,২০১৩ — ১৪ ফেব্রুয়ারি, ২০১৬ | |
৫ | মোঃ গোলাম কবির | মেয়র | ১৪ ফেব্রুয়ারি, ২০১৬ — বর্তমান |
পৌর এলাকায় বর্তমানে শিক্ষার হার প্রায় ৮৯.৩০%।
Seamless Wikipedia browsing. On steroids.