স্নায়ুরসায়ন
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
স্নায়ুবিজ্ঞানের এই শাখায় স্নায়ুতন্ত্রে ক্ষরিত বা স্নায়ুতন্ত্রের উপর ক্রিয়াকারী রাসায়নিক পদার্থ সমূহের বিষয়ে চর্চা করা হয়।
স্নায়ুতন্ত্রে ক্ষরিত রাসায়নিক পদার্থ
- নিউরোট্রান্সমিটার
- স্নায়ুক্ষর (neuroendocrine) পদার্থ
- নার্ভ গ্রোথ ফ্যাক্টর (NGF), BDNF (Brain derived neurotrophic factor), NT (Neurotrophin) etc
স্নায়ুতন্ত্রের উপর ক্রিয়াকারী রাসায়নিক পদার্থ
- নিউরোটক্সিন (স্নায়ুবিষ)
- স্নায়ুক্রিয় ওষুধ
ইতিহাস
১৯৫০ সালে, স্নায়ুরসায়ন নিয়ে বৈজ্ঞানিক গবেষণার নীতিমালায় পরিণত হয়।[১] ১৯৫৬ সালে বায়োকেমিস্ট্রি অব দ্য ডেভেলপিং নার্ভাস সিস্টেম শিরোনামে স্নায়ুরসায়নের প্রথম খণ্ড প্রকাশিত হয়।[২] এরপরে আন্তর্জাতিক সোসাইটি ফর নিউরোকেমিস্ট্রি এবং মার্কিন সোসাইটি ফর নিউকেমিস্ট্রি গঠিত হয়।
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.