স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়।[২] এটি ২০০২ সালে বাংলাদেশ সরকার থেকে বিশ্ববিদ্যালয়ের সনদ পেয়ে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ নামে কার্যক্রম শুরু করে। বিশ্ববিদ্যালয়টির একমাত্র ক্যাম্পাস সিদ্ধেশ্বরীতে অবস্থিত। ঢাকার মুগদার গ্রিন মডেল টাউনে বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাস নির্মাণের প্রক্রিয়া চলছে।[৩][৪]

দ্রুত তথ্য ধরন, স্থাপিত ...
স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ
Stamford University Bangladesh
Thumb
প্রধান ফটক
ধরনবেসরকারি বিশ্ববিদ্যালয়
স্থাপিত২০০২
ইআইআইএন১৩৬৬৪৪ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আচার্যরাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন
উপাচার্যঅধ্যাপক মনিরুজ্জামান[১]
শিক্ষার্থী১২,০০০
ঠিকানা
৫১, সিদ্ধেশ্বরী রোড, রমনা, ঢাকা।
, ,
23.74450813418879, 90.40843237729351
শিক্ষাঙ্গনশহুরে
সংক্ষিপ্ত নামStamford
অধিভুক্তিবিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
ওয়েবসাইটwww.stamforduniversity.edu.bd
Thumb
Thumb
বন্ধ

ইতিহাস

১৯৯৫ সালে বিশিষ্ট শিক্ষানুরাগী প্রয়াত ড. এম. এ হান্নান ফিরোজের হাত ধরে প্রতিষ্ঠানটির কলেজ শাখা স্টামফোর্ড কলেজ যাত্রা শুরু করে[৫]। পরবর্তীতে ২০০২ সালে বাংলাদেশ সরকার কর্তৃক বিশ্ববিদ্যালয়ের সনদ লাভ করার মাধ্যমে, আন্তর্জাতিক মানের শিক্ষা প্রদানের মূলমন্ত্র নিয়ে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ নামে তাদের শিক্ষা কার্যক্রম শুরু করে [৬]। প্রতিষ্ঠানটিতে স্নাতক ডিগ্রী প্রদান করার পাশাপাশি স্নাতকোত্তর ডিগ্রীও প্রদান করা হয়। প্রতিষ্ঠানটিতে ২০২১ সাল পর্যন্ত ট্রাইমেস্টার ভিত্তিতে শিক্ষাক্রম পরিচালনা করা হত, পরবর্তিতে ২০২২ সাল হতে সেমিস্টার পদ্ধতিতে শিক্ষাক্রম পরিচালনা করে আসছে।

উপাচার্যগণ

নিম্নোক্ত ব্যক্তিবর্গ বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন:

অনুষদ সমূহ

স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এ পাঁচটি অনুষদ আছে, যেগুলো হলো- ব্যবসায় শিক্ষা অনুষদ, বিজ্ঞান অনুষদ, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ, আইন অনুষদ এবং প্রকৌশল অনুষদ। বর্তমানে ১৪টি বিভাগে ৩২টি স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী প্রদানকারী প্রোগ্রাম রয়েছে। বিভাগসমূহ হচ্ছেঃ

  1. ব্যবসায় প্রশাসন বিভাগ
  2. ফার্মেসি বিভাগ
  3. পরিবেশ বিজ্ঞান বিভাগ
  4. অনুজীব বিজ্ঞান বিভাগ
  5. ইংরেজি বিভাগ
  6. চলচ্চিত্র ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগ
  7. সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগ
  8. অর্থনীতি বিভাগ
  9. লোকপ্রশাসন বিভাগ
  10. আইন বিভাগ
  11. কম্পিউটার বিজ্ঞান বিভাগ
  12. সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ
  13. তড়িৎ প্রকৌশল বিভাগ
  14. স্থাপত্য বিভাগ[৭]

চিত্রশালা

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.