Remove ads
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
সোনপুর রেলওয়ে বিভাগ ভারতীয় রেলওয়ের পূর্ব মধ্য রেলওয়ে অঞ্চলের অধীনে থাকা পাঁচটি রেলওয়ে বিভাগের একটি।
প্রতিবেদন মার্ক | SEE |
---|---|
রাজ্য | বিহার ,ভারত |
কার্যকাল | ১৯৭৮– |
পূর্বসূরি | উত্তর পূর্ব রেল (১৯৭৮-২০০২) |
ট্র্যাক গেজ | ব্রডগেজ |
সোনপুর বিভাগটি ২১ অক্টোবর ১৯৭৮ সালে উত্তর পূর্ব রেলওয়ে অঞ্চলে প্রতিষ্ঠিত হয়েছিল। ইসিআর জোন সেপ্টেম্বর ১৯৯৬ সালে অস্তিত্ব লাভ করে। গড়হারা ইয়ার্ড এবং দিনকর গ্রাম সিমারিয়া স্টেশন ১ জানুয়ারী ২০০৫-এ এই বিভাগে একীভূত হয়। ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) হলেন নীলমণি এবং অতিরিক্ত ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (এডিআরএম) হলেন পঙ্কজ কুমার সিনহা।
এটি গঙ্গার উত্তর দিক এবং গন্ডক নদীর পশ্চিম দিক অনুসরণ করে।
ডিভিশনের রুট ৪৯৫.৩৬১ কিমি, সবই BG-তে। এই বিভাগটি বিহারের 8টি জেলার মধ্য দিয়ে অতিক্রম করেছে: সরণ, বৈশালী, মুজাফফরপুর, সমষ্টিপুর, বেগুসরাই, খাগরিয়া, ভাগলপুর এবং কাটিহার। এর সদর দপ্তর ভারতের বিহার রাজ্যের বিহারের হাজিপুরে অবস্থিত।
সোনপুর রেলওয়ে বিভাগ দানাপুর রেলওয়ে বিভাগ, মুঘলসরাই রেলওয়ে বিভাগ, ধানবাদ রেলওয়ে বিভাগ, এবং সমস্তিপুর রেলওয়ে বিভাগ হল হাজিপুরে সদর দফতর ইসিআর জোনের অধীনে অন্যান্য রেলওয়ে বিভাগ।
সোনপুর রেলওয়ে বিভাগ এলাকাটি গোল্ডিংগঞ্জ (GJH) থেকে পশ্চিমে সরানে শুরু হয়।
তালিকায় সোনপুর রেলওয়ে বিভাগের অধীনে থাকা স্টেশন এবং তাদের স্টেশন বিভাগ অন্তর্ভুক্ত রয়েছে। [১][২][৩]
Category of station | No. of stations | Names of stations |
---|---|---|
A-1 Category | ১ | মুজাফফরপুর জংশন |
A Category | ৩ | হাজীপুর জংশন, বারাউনি জংশন, খাগরিয়া জংশন |
B Category | ৫ | বেগুসরাই, খাগরিয়া জংশন, সোনপুর জংশন, দলসিংহসরাই, নওগাছিয়া |
C Category
(Suburban station) |
০ | - |
D Category | ১৬ | SPP, MSK, MNE, DGA, SMO, BCA, DOL, THB, MOG, DES, CRR, KUE, GRL, LAK, KRBP & MNO |
E Category | ৪১ | BNR, LKN, NNR, PSR, DUBH, VPN, STLR, AYRN, UJP, TGA, NAZJ, SDG, SKJ, SLT, SIHO, KTRH, NYO, KHQ, KPGM, SAI, GJH, CSR, RD, GAI, KHI, STJT, NRPA, BKRH, TUR, BAGL, TIL, SAE, DPL, UMNR, CKRD, PMU, BUJ, ATNR, BTHL, BUDA & NNNL |
F Category
Halt Station |
২৮ | - |
Total | ৮৮ | - |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.