Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
সোজারনার হলো একটি যান্ত্রিক বিচরণ যান যা ১৯৯৭ সালের ৪ঠা জুলাই মঙ্গল গ্রহে অবতরণ করে।[1] এটি প্রথম চাকাযুক্ত যান যা অন্য গ্রহে বিচরণ করেছে। যন্ত্রটিকে ৭ দিন টিকে থাকার মতো করে ডিজাইন করা হয়, কিন্তু এটি ৮৩ দিন পর্যন্ত সক্রিয় থাকে।[2]
সোজারনার | |||||
---|---|---|---|---|---|
অভিযানের ধরন | মঙ্গলগ্রহ বিচরণ যান | ||||
পরিচালক | নাসা | ||||
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট | ||||
অভিযানের সময়কাল | পরিকল্পিত: ৭ সোল (৭ দিন) Mission end: ৮৩ সোল (৮৫ দিন) মার্সে অবতরণের পরে | ||||
মহাকাশযানের বৈশিষ্ট্য | |||||
শুষ্ক ভর | ১১.৫ কিলোগ্রাম (২৫ পা) (Rover only) | ||||
অভিযানের শুরু | |||||
উৎক্ষেপণ তারিখ | ডিসেম্বর ৪, ১৯৯৬, 06:58:07 UTC | ||||
উৎক্ষেপণ রকেট | Delta II 7925 D240 | ||||
উৎক্ষেপণ স্থান | Cape Canaveral LC-17B | ||||
ঠিকাদার | McDonnell Douglas | ||||
স্থাপিত হয়েছে | Mars Pathfinder | ||||
স্থাপনার তারিখ | জুলাই ৫, ১৯৯৭ | ||||
অভিযানের সমাপ্তি | |||||
সর্বশেষ যোগাযোগ | সেপ্টেম্বর ২৭, ১৯৯৭ | ||||
Mars Pathfinder mission patch
|
সোজারনার মূলত একটি পরীক্ষামূলক যান ছিল, যার মূল লক্ষ্য ছিল নাসার ল্যাবরেটরিতে প্রকৌশলীদের উদ্ভাবিত বিভিন্ন টেকনিক্যাল বিষয়গুলো মঙ্গলের পরিবেশে পরীক্ষা করা।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.