সেমিনোল হ্রদ
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
সেমিনোল হ্রদ, ফ্লোরিডার সীমান্তে জর্জিয়ার দক্ষিণ-পশ্চিম কোণে অবস্থিত একটি জলাশয়। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা বাহিনীর প্রকৌশলীদের দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয়। জলাশয়ের ৩৭,৫০০ একর (১৫২ কিমি২) জায়গায় পানি এবং এর উপকূল ৩৭৬ মা (৬০৫ কিমি)[1] পর্যন্ত বিস্তৃত। সেমিনোল হ্রদের মাছের মধ্যে লার্জমাউথ বাস, ক্রাপি, চেইন পিকেরেল, ক্যাটফিশ, ডোরাকাটা বাস এবং অন্যান্য প্রজাতি রয়েছে। আমেরিকান অ্যালিগেটর, সাপ এবং বিভিন্ন জলপোকা হ্রদে শিকার করে।[2][4]
সেমিনোল হ্রদ | |
---|---|
অবস্থান | জর্জিয়া–ফ্লোরিডা সীমান্ত, যুক্তরাষ্ট্র |
স্থানাঙ্ক | ৩০.৭০৮° উত্তর ৮৪.৮৬৩° পশ্চিম |
প্রাথমিক অন্তর্প্রবাহ | Chattahoochee, ফ্লিন্ট নদী |
প্রাথমিক বহিঃপ্রবাহ | আপালচিকোলা নদী |
অববাহিকা | ১৭,২০০ মা২ (৪৪,৫৪৮ কিমি২) |
অববাহিকার দেশসমূহ | যুক্তরাষ্ট্র |
সর্বাধিক দৈর্ঘ্য | ৩৫ মা (৫৬ কিমি) |
সর্বাধিক প্রস্থ | ২ মা (৩.২ কিমি) |
পৃষ্ঠতল অঞ্চল | ৩৭,৫০০ একর (১৫২ কিমি২) |
গড় গভীরতা | ১০ ফু (৩.০ মি) |
সর্বাধিক গভীরতা | ৩০ ফু (৯.১ মি) |
উপকূলের দৈর্ঘ্য১ | ৩৭৬ মা (৬০৫ কিমি) |
পৃষ্ঠতলীয় উচ্চতা | ৭৭.৫ ফু (২৩.৬ মি) |
১ উপকূলের দৈর্ঘ্য ভাল সংজ্ঞায়িত পরিমাপ হয়নি। |
জিম উডরুফ লক এবং বাঁধ প্রকল্পটি[5] ১৯৪৬ সালের নদী ও হার্বারস অ্যাক্টে মার্কিন যুক্তরাষ্ট্র কংগ্রেস কর্তৃক অনুমোদিত হয় এবং পরের বছর এটির কাজ শুরু হয়। ১৯৫২ সালে[6] বাঁধটি সম্পূর্ণ হওয়ার পর ১৯৫৭ সালে হ্রদটি খুলে দেওয়া হয়।[5]
প্রকল্পটির ব্যয় ২৯ মিলিয়ন মার্কিন ডলার হবে বলে মনে করা হয়েছিল[7], তবে কাজ শেষ করতে $৪৬.৫ মিলিয়ন ডলার প্রয়োজন হয়েছিল। হ্রদের নাম দেওয়া হয়েছে সেমিনোল ইন্ডিয়ানদের নামে।[8]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.