কুরআন শরীফের ৭৮তম সূরা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
সূরা আন নাবা (আরবি ভাষায়: النّبا) মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনের ৭৮ তম সূরা; এর আয়াত অর্থাৎ বাক্য সংখ্যা ৪০ এবং এর রূকুর সংখ্যা ০২ টি। সূরা আন নাবা মক্কায় অবতীর্ণ হয়েছে।
![]() | |
শ্রেণী | মাক্কী সূরা |
---|---|
নামের অর্থ | মহাসংবাদ |
অন্য নাম | ঘোষণা |
পরিসংখ্যান | |
সূরার ক্রম | ৭৮ |
আয়াতের সংখ্যা | ৪০ |
পারার ক্রম | ৩০ |
রুকুর সংখ্যা | ০২ |
সিজদাহ্র সংখ্যা | নেই |
← পূর্ববর্তী সূরা | সূরা মুরসালাত |
পরবর্তী সূরা → | সূরা নাযিয়াত |
আরবি পাঠ্য · বাংলা অনুবাদ |
সূরার দ্বিতীয় আয়াতের عَنِ النَبَاِ الْعَظِيمِ বাক্যাংশের ‘আন নাবা’ শব্দটিকে এর নাম হিসেবে গণ্য করা হয়েছে। আর এটি কেবল নামই নয়, এই সূরার সমগ্র বিষয়বস্তুর শিরোনামও এটিই। কারণ নাবা মানে হচ্ছে কিয়ামত ও আখেরাতের খবর। আর এই সূরায় কিয়ামত ও আখেরাতের খবরের ওপরই সমস্ত আলোচনা কেন্দ্রীভূত করা হয়েছে।
Seamless Wikipedia browsing. On steroids.