Loading AI tools
পাকিস্তানি ইসলামি পণ্ডিত ও লেখক উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
সুফি মুহাম্মদ সারওয়ার (উর্দু: مولانا صوفی محمد سرور; ৭ ডিসেম্বর ১৯৩৩ – ১৫ মে ২০১৮) ছিলেন একজন পাকিস্তানি ইসলামি পণ্ডিত, লেখক এবং জামিয়া আশরাফিয়ার শায়খুল হাদিস। তিনি জামিয়া খায়রুল মাদারিস এবং জামিয়া আশরাফিয়ায় পড়াশোনা করেছেন।
সুফি মুহাম্মদ সারওয়ার | |
---|---|
ব্যক্তিগত তথ্য | |
জন্ম | ৭ ডিসেম্বর ১৯৩৩ ডেরা গাজী খান জেলা, ব্রিটিশ ভারত (বর্তমানে পাকিস্তান) |
মৃত্যু | ১৫ মে ২০১৮ (বয়স ৮৪) লাহোর, পাঞ্জাব, পাকিস্তান |
ধর্ম | ইসলাম |
জাতীয়তা | পাকিস্তানি |
সন্তান | ৩ পুত্র, ৩ কন্যা |
আখ্যা | সুন্নি ইসলাম |
প্রধান আগ্রহ | হাদিস শিক্ষা |
উল্লেখযোগ্য কাজ | আল খায়রুল জারি লি সহীহুল বুখারী |
শিক্ষা | জামিয়া খায়রুল মাদারিস এবং জামিয়া আশরাফিয়া |
কাজ | ইসলামি পণ্ডিত, লেখক, শায়খুল হাদিস |
সারওয়ারের জন্ম ১৯৩৩ সালের ৭ ডিসেম্বর ডেরা গাজী খান জেলায়। দশম শ্রেণির পর তিনি জামিয়া আশরাফিয়ার প্রতিষ্ঠাতা মুফতি মুহাম্মদ হাসানের কাছ থেকে ধর্মীয় শিক্ষা শুরু করেন এবং তারপর খায়ের মুহাম্মদ জলন্ধরির জামিয়া খায়রুল মাদারিস মুলতানে ধর্ম অধ্যয়ন করেন। এরপর তিনি জামিয়া আশরাফিয়া লাহোরে হাদিসের কোর্সে ভর্তি হয়ে স্নাতক সম্পন্ন করেন। এছাড়া তিনি পাকিস্তানের গ্র্যান্ড মুফতি শফি উসমানির অধীনে করাচিতে কিছুকাল পড়াশোনা করেন।[১][২]
আলিম থেকে স্নাতক হওয়ার পর, তিনি জামিয়া খায়রুল মাদারিস মুলতানে তিন বছর এবং দারুল উলুম ঈদগাহ কবিরওয়ালায় দশ বছর অতিবাহিত করেন, জামিয়া আশরাফিয়া, লাহোরে হাদিস এবং অন্যান্য বিষয়ে পাঠদান করেন। তিনি প্রসিদ্ধ কিতাব আবু দাউদ তারপর বুখারী শরীফ শুরু করেন। তিনি মৃত্যু পর্যন্ত প্রতিদিন আসরের নামাজের পর আশরাফ আলী থানভীর মালফুজাত (বক্তৃতা) পড়াতেন।[১][৩]
মুহাম্মদ সারওয়ার বেশ কয়েকটি বইয়ের লেখক:
মুহাম্মদ সারওয়ার ২০১৮ সালের ১৫ মে লাহোরে মারা যান। জামিয়া আশরাফিয়া লাহোরে জানাজায় ইমামতি করেন তার ছেলে মাওলানা সুফি আতিকুর রহমান। লাহোর শেরশাহ কবরস্থানে তাকে দাফন করা হয়। ব্যক্তিগত জীবনে তিন ছেলে সুফি আতিকুর রহমান, শফিকুর রহমান ও আবদুল রহমান এবং তিন মেয়ের জনক।[১]
পাঞ্জাবের তৎকালীন মুখ্যমন্ত্রী শেহবাজ শরীফ, [৫] জমিয়তে উলেমায়ে ইসলামের কেন্দ্রীয় আমির ফজলুর রহমান, মহাসচিব আব্দুল গফুর হায়দারী, জেইউআইয়ের ডেপুটি সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ আমজাদ খান, ফেডারেল মন্ত্রী আকরাম খান দুররানি, মাওলানা আতাউর রহমান, হাফিজ হুসাইন আহমেদ, মুহাম্মদ আসলাম ঘোরী প্রমুখ তার মৃত্যুতে শোক প্রকাশ করে বলেছেন, সুফি মুহাম্মদ সারওয়ারের ধর্মীয় শিক্ষা ও সামাজিক সেবা আমাদের মাঝে দীর্ঘকাল স্মরণীয় হয়ে থাকবে।[৬]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.