Loading AI tools
২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশি চলচ্চিত্র উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
সুপার হিরো হচ্ছে ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী মারপিটধর্মী চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আশিকুর রহমান এবং প্রযোজনা করেছেন তাপসী ফারুক।[1][2] চলচ্চিত্রটির পরিবেশনায় রয়েছে হার্টবিট প্রোডাকশন। চলচ্চিত্রটিতে প্রধান ভূমিকা অভিনয় করেছেন শাকিব খান ও শবনম বুবলি। এছাড়াও এতে আরোও অভিনয় করেছেন টাইগার রবি, শম্পা রেজা, তারিক আনাম খানসহ প্রমূখ।
সুপার হিরো | |
---|---|
পরিচালক | আশিকুর রহমান |
প্রযোজক | তাপসী ফারুক |
চিত্রনাট্যকার | দেলোয়ার হোসেন দিল |
কাহিনিকার | দেলোয়ার হোসেন দিল |
শ্রেষ্ঠাংশে |
|
সুরকার | |
প্রযোজনা কোম্পানি | হার্টবিট প্রোডাকশন |
পরিবেশক | হার্টবিট প্রোডাকশন |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৪৬ মিনিট |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
চলচ্চিত্রটির ফার্স্ট লুক টিজার মুক্তি পায় ২৭ মে ২০১৮ সালে।[3][4] এটি অস্ট্রেলিয়ায় চিত্রায়িত প্রথম বাংলাদেশী চলচ্চিত্র।[5] ছবিটি শুটিং থেকে শুরু করে বিভিন্ন কারণে সমালোচিত হয়। এর নির্মাতা আশিকুর রহমানের বিরুদ্ধে অনুমতি ছাড়া শুটিংয়ের অভিযোগ তুলেছিল অস্ট্রেলিয়া ভিত্তিক প্রযোজনা প্রতিষ্ঠান সিনেফেক্ট এন্টারটেইনমেন্ট। এরপর অস্ট্রেলিয়ায় অনুমতিবিহীন শুটিং করায় নিপা এন্টারপ্রাইজ[2] নামের একটি চলচ্চিত্র প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিযোগ করা হয় তথ্য মন্ত্রণালয়ে। তারপরই সিনেমাটির মুক্তি নিয়ে সংশয় দেখা দেয়।[6]
সুপার হিরো | |
---|---|
আকাশ সেন, আলী আকরাম শুভ ও নাভেদ পারভেজ কর্তৃক অ্যালবাম | |
মুক্তির তারিখ | ১৬ জুন ২০১৮ |
ঘরানা | চলচ্চিত্রের গান |
ভাষা | বাংলা |
সঙ্গীত প্রকাশনী | আনলিমিটেড অডিও ভিডিও |
সুপার হিরো: অরিজিনাল মোশন পিকচার সাউন্ডট্র্যাক থেকে একক গান | |
|
সুপার হিরো চলচ্চিত্রের গানগুলো লিখেছেন রবিউল ইসলাম জীবন ও সুদীপ কুমার দীপ এবং সুর ও সঙ্গীতায়োজন করেছেন আকাশ সেন, আলী আকরাম শুভ ও নাভেদ পারভেজ। চলচ্চিত্রের "বুম বুম" শিরোনামে প্রথম গানটি প্রকাশ করা হয় ২০১৮ সালের ৮ জুন রাত ১১টায় লাইভ টেকনোলজিস কন্টেন্ট এর ইউটিউব চ্যানেল আনলিমিটেড অডিও ভিডিওতে। পার্টি মুডের "বুম বুম" গানটি গেয়েছেন প্রতীক হাসান ও শৌরিন। সুদীপ কুমার দীপের কথায় গানের সুর-সংগীত করেছেন নাভেদ পারভেজ।[7]
গানের তালিকা | |||||
---|---|---|---|---|---|
নং. | শিরোনাম | গীতিকার | সুরকার | কণ্ঠশিল্পী | দৈর্ঘ্য |
১. | "বুম বুম" | সুদীপ কুমার দীপ | নাভেদ পারভেজ | প্রতীক হাসান, শৌরিন | ২:৫০ মিনিট |
২. | "তোমাকে আপন করে" | রবিউল ইসলাম জীবন | আকাশ সেন | আকাশ সেন, ত্রিশা চ্যাটার্জি | ৪:০৭ মিনিট |
৩. | "এক পলকে" | সুদীপ কুমার দীপ | আলী আকরাম শুভ | ইমরান মাহমুদুল, দিলশাদ নাহার কনা | ৩:১৬ মিনিট |
৪. | "সোনা বন্ধে" (আমারে দেওয়ানা বানাইলো) | সুদীপ কুমার দীপ | আলী আকরাম শুভ | রাশেদ, রুমা | ৪:২৭ মিনিট |
মোট দৈর্ঘ্য: | ১৪:৪০ মিনিট |
চলচ্চিত্রটি ২০১৮ সালের ১৬ জুন বাংলাদেশের ৮০টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। দ্বিতীয় সপ্তাহে ৩টি প্রেক্ষাগৃহ বেড়ে এর সংখ্যা দাঁড়ায় ৮৩তে এবং তৃতীয় সপ্তাহে এসে চলচ্চিত্রটির প্রেক্ষাগৃহ এসে দাঁড়ায় ১২০টি।[8]
চলচ্চিত্রটি মুক্তি দিতে পরিচালক আশিকুর রহমান ও প্রযোজক তাপসী ফারুককে বেশ বেগ পেতে হয়েছে। চলচ্চিত্রটির সেন্সর ঠেকাতে তথ্য মন্ত্রণালয়ের সচিব ববাবর চিঠি দিয়েছিল মেসার্স নিপা এন্টারপ্রাইজের কর্ণধার সেলিনা বেগম।
সেলিনা বেগমের স্বাক্ষরিত ঐ চিঠিটিতে বলা হয়েছে,
‘সুপার হিরো’ নামক ছবিটি সরকারি অনুমতি (ওয়ার্ক পারমিট) না নিয়ে অস্ট্রেলিয়াতে শুটিং করা হয়েছে। সেজন্য যেন এই ছবির সেন্সর সনদ পত্র না দেয়া হয়। চিঠিতে লিখিতভাবে আবেদন করা হয় এভাবে, ‘সুপার হিরো’ নামক ছবিটি সরকারি অনুমতি ব্যতীত সরকারের রাজস্ব, ভ্যাট ফাঁকি দিয়ে অবৈধ পথে দেশ হতে টাকা নিয়ে গত ২২ জানুয়ারি ২০১৮ থেকে ১০ ফেব্রুয়ারি ২০১৮ পর্যন্ত অস্ট্রলিয়াতে শুটিং করেছে।[9] আগামী ঈদে ছবিটি মুক্তির প্রস্তুতি নিচ্ছে। এতে করে সাধারণ প্রযোজকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই ‘সুপার হিরো’ ছবিটি নিয়ম না মানার কারণে সেন্সর সনদ পাওয়ার যোগ্যতা হারিয়েছে। তথ্য সচিব বরাবর আবেদন করা ওই চিঠিতে এও উল্লেখ আছে, ‘সুপার হিরো’ ছবিটির বিরুদ্ধে সরকারি রাজস্ব ফাঁকি দেয়াসহ অনুমতি গ্রহণ না করে বিদেশে শুটিং করার অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বিনীত আবেদন করা যাচ্ছে।[10][11]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.