Loading AI tools
বাঙালি লেখিকা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
সুখলতা রাও (২৩ অক্টোবর,১৮৮৬- ৯ জুলাই,১৯৬৯) একজন বাঙালি সাহিত্যিক ও সমাজসেবী যিনি ১৮৮৬ সালের ২৩ শে অক্টোবর, কলকাতায় বিখ্যাত শিশুসাহিত্যিক উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ঘরে জন্মগ্রহণ করেন।[1] সুখলতা রাও কলকাতার ব্রাহ্ম বালিকা বিদ্যালয় এবং বেথুন কলেজে পড়াশোনা করেন। ১৯০৩ সালে বেথুন কলেজ থেকে ব্যচেলর ডিগ্রি লাভ করেন। ১৯০৭ সালে তিনি উড়িষ্যার জয়ন্ত রাওকে বিবাহ করেন ও স্বামীর সাথে কটক চলে যান। কটক যাওয়ার পর তিনি সেখানে ‘শিশু ও মাতৃমঙ্গল কেন্দ্র’, ‘উড়িষ্যা নারী সেবা সংঘ’ প্রভৃতি সামাজিক প্রতিষ্ঠান গড়ে তোলেন।
সুখলতা রাও | |
---|---|
জন্ম | সুখলতা রায়চৌধুরী ২৩ অক্টোবর ১৮৮৬ কলকাতা, ভারত |
মৃত্যু | ৯ জুলাই ১৯৬৯ ৮২) | (বয়স
পেশা | লেখিকা, সমাজসেবী |
জাতীয়তা | ভারতীয় |
সময়কাল | বাংলার নবজাগরণ |
ধরন | শিশুসাহিত্যিক |
উল্লেখযোগ্য রচনাবলি | খোকা এলো বেড়িয়ে সোনার ময়ূর পথের আলো |
দাম্পত্যসঙ্গী | জয়ন্ত রাও |
আত্মীয় | উপেন্দ্রকিশোর রায়চৌধুরী(পিতা) বিধুমুখী দেবী (মাতা) সুকুমার রায় সত্যজিৎ রায় |
তিনি বাংলা ও ইংরেজিতে আলোক নামে একটি পত্রিকা সম্পাদনা করেন।
তার উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থ হলো:
১৯৫৬ সালে ভারত সরকার তার "পোড়া" বইয়ের জন্য তাঁকে কায়সার-ই-হিন্দ পুরস্কার প্রদান করে।[1]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.