Loading AI tools
লোকসভা কেন্দ্র উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
সিক্কিম লোকসভা কেন্দ্র(ইংরেজি: Sikkim Lok Sabha constituency) হয়েছে উত্তর-পূর্ব ভারতর সিকিম রাজ্যর একমাত্র লোকসভা কেন্দ্র। এই সমষ্টিটিতে সমগ্র সিকিমটি নেওয়া হয়েছে। এই লোকসভা সমষ্টিটি ১৯৭৭ সালে সৃষ্টি করা হয়ছিল।
লোকসভা | কার্যকাল | সাংসদ | রাজনৈতিক দল |
---|---|---|---|
ষষ্ঠ | ১৯৭৭-৮০ | সত্র বাহাদুর ছেত্রী | ভারতীয় জাতীয় কংগ্রেস |
সপ্তম | ১৯৮০-৮৪ | পহল মন চুব্বা | সিকিম জনতা পরিষদ |
অষ্টম | ১৯৮৪-৮৯ | নর বাহাদুর ভাণ্ডারী | নির্দলীয় |
নবম | ১৯৮৯-৯১ | নণ্ডু থাপা | সিকিম সংগ্রাম পরিষদ |
দশম | ১৯৯১-৯৬ | দিল কুমারী ভাণ্ডারী | Sikkim Sangram Parishad |
একাদশ | ১৯৯৬-৯৮ | ভীম প্রসাদ দাহাল | Sikkim Democratic Front |
দ্বাদশ | ১৯৯৮-৯৯ | ভীম প্রসাদ দাহাল | Sikkim Democratic Front |
ত্রয়োদশ | ১৯৯৯-২০০৪ | ভীম প্রসাদ দাহাল | Sikkim Democratic Front |
চতুর্দশ | ২০০৪-০৯ | নকুল দাস রায় | Sikkim Democratic Front |
পঞ্চদশ | ২০০৯-বর্তমান | প্রেম দাস রায় | Sikkim Democratic Front |
সিকিম লোকসভা সমষ্টিকে ৩১ টি বিধানসভা সমষ্টিতে ভাগ করা হয়েছে। সেই বিধানসভা সমষ্টিসমূহর নাম জেলা অনুসারে তলায় উল্লখ করা হ’ল:[1]
পশ্চিম সিকিম জেলাপশ্চিম সিকিম জেলার অন্তর্গত বিধান সভা সমষ্টিসমূহের নাম হল:
দক্ষিণ সিকিম জেলাদক্ষিণ সিকিম জেলার অন্তর্গত বিধান সভা সমষ্টিসমূহের নাম হল:
|
পূর্ব সিকিম জেলাপূর্ব সিকিম জেলার অন্তর্গত বিধান সভা সমষ্টিসমূহের নাম হল:
উত্তর সিকিম জেলাউত্তর সিকিম জেলার অন্তর্গত বিধান সভা সমষ্টিসমূহের নাম হল:
|
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.