সিএনএন-নিউজ১৮
ভারতীয় টেলিভিশন চ্যানেল উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
সিএনএন-নিউজ ১৮ (পূর্বে সিএনএন-আইবিএন নামে পরিচিত ছিল) হল একটি একটি ভারতীয় ইংরেজি ভাষার সংবাদ টেলিভিশন চ্যানেল। এটি বর্তমানে নেটওয়ার্ক ১৮ এবং ওয়ার্নার ব্রোস ডিসকভারির মালিকানাধীন।[১] এটি আন্তর্জাতিক সম্প্রচারকারী সিএনএনের ভারতীয় বিভাগ,যা ভারতের অভ্যন্তরীণ সংবাদগুলো সম্প্রচার করে।[২]
সিএনএন-নিউজ ১৮ | |
---|---|
![]() | |
উদ্বোধন | ১৮ ডিসেম্বর ২০০৫ |
নেটওয়ার্ক | সিএনএন |
মালিকানা | নেটওয়ার্ক ১৮ ওয়ার্নার ব্রোস ডিসকভারি |
চিত্রের বিন্যাস | ৫৭৬i এসডিটিভি |
দেশ | ভারত |
ভাষা | ইংরেজি ভাষা |
প্রধান কার্যালয় | নয়াদিল্লি,ভারত |
পূর্বতন নাম | সিএনএন-আইবিএন (২০০৫–২০১৬) |
ওয়েবসাইট | www |
ইতিহাস
সিএনএন-নিউজ ১৮ চালু হওয়ার পূর্বে, আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন ইন্টারন্যাশনাল শুধুমাত্র ভারতের শহুরে এলাকার অভিজাতরা দেখতে পারত। ভারতীয় সাধারণ জনগণের কাছে সিএনএনকে পৌঁছানোর জন্য টাইম ওয়ার্নার নামের একটি ভারতীয় কোম্পানি, গ্লোবাল ব্রডকাস্ট নিউজ (বর্তমানে টিভি ১৮ ব্রডকাস্ট লিমিটেড) এর সাথে ১৮ ডিসেম্বর ২০০৫ সালে ভারতে চ্যানেলটি সিএনএন-আইবিএন নামে চালু হয়,যা ২০১৬ সালের ১৮ এপ্রিল সিএনএন নিউজ ১৮ নামকরণ করা হয়[৩]।
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.