Remove ads
ঝাড়খণ্ডের একটি জেলা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
সাহেবগঞ্জ জেলা ঝাড়খণ্ডের, রাজ্যের ২৪টি জেলার একটি। জেলাটির সদরদপ্তর ও বড় শহর সাহেবগঞ্জ। জেলাটি ঝাড়খণ্ড রাজ্যের সাঁওতাল পরগনা বিভাগের অন্তর্গত।
সাহেবগঞ্জ জেলা | |
---|---|
ঝাড়খণ্ডের জেলা | |
ঝাড়খণ্ডে সাহেবগঞ্জের অবস্থান | |
দেশ | ভারত |
রাজ্য | ঝাড়খণ্ড |
প্রশাসনিক বিভাগ | সাঁওতাল পরগণা |
সদরদপ্তর | সাহেবগঞ্জ |
সরকার | |
• লোকসভা কেন্দ্র | রাজমহল |
• বিধানসভা আসন | ৩ |
আয়তন | |
• মোট | ২,০৬৩ বর্গকিমি (৭৯৭ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ১১,৫০,৫৬৭ |
• জনঘনত্ব | ৫৬০/বর্গকিমি (১,৪০০/বর্গমাইল) |
জনতাত্ত্বিক | |
• সাক্ষরতা | ৫৩.৭৩ শতাংশ[১] |
• লিঙ্গানুপাত | ৯৫২ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
সাহেবগঞ্জ জেলা মোট দুটি মহকুমায় বিভক্ত যথাঃ সাহেবগঞ্জ মহকুমা এবং রাজমহল মহকুমা। মহকুমাগুলি আবার নটি সমষ্টি উন্নয়ন ব্লকে বিভক্ত যেগুলি হলো
সাহেবগঞ্জ, মান্দরো, বোরিও ও বারহাইট
তালঝাড়ী, রাজমহল, উদুয়া, পাথনা ও বাঢ়ারুয়া[২]
সাহেবগঞ্জ জেলা অর্থনৈতিকভাবে খুব পিছিয়ে। সাহেবগঞ্জ ভারতের ২৫০টি অতি-অনুন্নত জেলাগুলির একটি।
২০১১ সালে ভারতের আদমশুমারি অনুযায়ী সাহেবগঞ্জ জেলার জনসংখ্যা ১,১৫০,০৩৮ জন[৩] যা তিমোর লেস্ট রাষ্ট্রের সমান।[৪] অথবা যুক্তরাষ্ট্রের রাষ্ট্র রোড আইল্যান্ডের সমান।[৫] জনসংখ্যার ভিত্তিতে সাহেবগঞ্জ জেলা ভারতের ৬৪০টি জেলার মধ্যে ৪০৭ম। [৬] জেলার জনঘনত্ব ৭১৯ জন প্রতি বর্গকিলোমিটার (১,৮৬০ জন/বর্গমাইল)।[৬] জেলার জনসংখ্যা বৃদ্ধির হার ২০০১-২০১১ পর্যন্ত ২৩.৯৬।[৬] সাহেবগঞ্জের লিঙ্গানুপাত প্রতি ১০০০ পুরুষে ৯৪৮ জন নারী[৬] এবং গড় শিক্ষার হার ৫৩.৭৩% যা ভারতের গড় শিক্ষা হার ৫৯.৫%-এর চাইতে কম। [৬]
সাহেবগঞ্জ জেলার সংখ্যাগরিষ্ঠ ভাষা হল বাংলা (২৮.৮৬%)। বাংলা ছাড়াও ২৬.৩৩% মানুষ হিন্দি ও ২১.৮৬% মানুষ সাঁওতালি ভাষায় কথা বলেন। এই জেলার সরকারি ভাষা হল হিন্দি।
==ধর্ম==ইসলাম ৩৮.৪৫ হিন্দু ৫২.৫৬ খ্রিষ্টান ২.৬৭ বৌদ্ধ ০.৫৮ অনন্যা ৫.৭৪
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.