সাহেবগঞ্জ জেলা ঝাড়খণ্ডের, রাজ্যের ২৪টি জেলার একটি। জেলাটির সদরদপ্তর ও বড় শহর সাহেবগঞ্জ। জেলাটি ঝাড়খণ্ড রাজ্যের সাঁওতাল পরগনা বিভাগের অন্তর্গত।

দ্রুত তথ্য সাহেবগঞ্জ জেলা, দেশ ...
সাহেবগঞ্জ জেলা
ঝাড়খণ্ডের জেলা
Thumb
ঝাড়খণ্ডে সাহেবগঞ্জের অবস্থান
দেশভারত
রাজ্যঝাড়খণ্ড
প্রশাসনিক বিভাগসাঁওতাল পরগণা
সদরদপ্তরসাহেবগঞ্জ
সরকার
  লোকসভা কেন্দ্ররাজমহল
  বিধানসভা আসন
আয়তন
  মোট২,০৬৩ বর্গকিমি (৭৯৭ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
  মোট১১,৫০,৫৬৭
  জনঘনত্ব৫৬০/বর্গকিমি (১,৪০০/বর্গমাইল)
জনতাত্ত্বিক
  সাক্ষরতা৫৩.৭৩ শতাংশ[1]
  লিঙ্গানুপাত৯৫২
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট
বন্ধ
Thumb
রাজমহল পর্বত

মহকুমা

সাহেবগঞ্জ জেলা মোট দুটি মহকুমায় বিভক্ত যথাঃ সাহেবগঞ্জ মহকুমা এবং রাজমহল মহকুমা। মহকুমাগুলি আবার নটি সমষ্টি উন্নয়ন ব্লকে বিভক্ত যেগুলি হলো

সাহেবগঞ্জ মহকুমা

সাহেবগঞ্জ, মান্দরো, বোরিও ও বারহাইট

রাজমহল মহকুমা

তালঝাড়ী, রাজমহল, উদুয়া, পাথনা ও বাঢ়ারুয়া[2]

অর্থনীতি

সাহেবগঞ্জ জেলা অর্থনৈতিকভাবে খুব পিছিয়ে। সাহেবগঞ্জ ভারতের ২৫০টি অতি-অনুন্নত জেলাগুলির একটি।

জনসংখ্যাতত্ত্ব

২০১১ সালে ভারতের আদমশুমারি অনুযায়ী সাহেবগঞ্জ জেলার জনসংখ্যা ১,১৫০,০৩৮ জন[3] যা তিমোর লেস্ট রাষ্ট্রের সমান।[4] অথবা যুক্তরাষ্ট্রের রাষ্ট্র রোড আইল্যান্ডের সমান।[5] জনসংখ্যার ভিত্তিতে সাহেবগঞ্জ জেলা ভারতের ৬৪০টি জেলার মধ্যে ৪০৭ম। [6] জেলার জনঘনত্ব ৭১৯ জন প্রতি বর্গকিলোমিটার (১,৮৬০ জন/বর্গমাইল)[6] জেলার জনসংখ্যা বৃদ্ধির হার ২০০১-২০১১ পর্যন্ত ২৩.৯৬।[6] সাহেবগঞ্জের লিঙ্গানুপাত প্রতি ১০০০ পুরুষে ৯৪৮ জন নারী[6] এবং গড় শিক্ষার হার ৫৩.৭৩% যা ভারতের গড় শিক্ষা হার ৫৯.৫%-এর চাইতে কম। [6]

ভাষা

২০১১ অনুযায়ী বিভিন্ন ভাষাসমূহ[7]

  বাংলা (২৮.৮৬%)
  হিন্দী (২৬.৩৩%)
  সাঁওতালি (২১.৮৬%)
  খোরঠা (১১.৪২%)
  উর্দু (৬.৩৩%)
  মালতো (৩.৬৯%)
  কুরুখ/ওরাওঁ (০.৬৯%)
  অন্যান্য (০.৮২%)

সাহেবগঞ্জ জেলার সংখ্যাগরিষ্ঠ ভাষা হল বাংলা (২৮.৮৬%)। বাংলা ছাড়াও ২৬.৩৩% মানুষ হিন্দি ও ২১.৮৬% মানুষ সাঁওতালি ভাষায় কথা বলেন। এই জেলার সরকারি ভাষা হল হিন্দি।

==ধর্ম==ইসলাম ৩৮.৪৫ হিন্দু ৫২.৫৬ খ্রিষ্টান ২.৬৭ বৌদ্ধ ০.৫৮ অনন্যা ৫.৭৪

তথ্যসূত্র

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.