সানোফি
ফ্রেঞ্চ ফার্মাসিউটিক্যাল কোম্পানি উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
সানোফি এস.এ. হলো ফ্রান্সের বহুজাতিক ফার্মাসিউটিক্যাল কোম্পানি, যেটির প্রধান সদরদপ্তর প্যারিসে অবস্থিত। এটি ২০১৩ সালে ওষুধের ব্যবস্থাপত্র বিক্রির দিক দিয়ে বিশ্বে ৫ম সর্ববৃহৎ ওষুধ কোম্পানি হিসেবে জায়গা করে নেয়।[৪] ৪ মার্চ ২০১৪ এর হিসাব অনুযায়ী সানোফি ২০১৩ সালে বিশ্বের শীর্ষ ১০ টি ওষুধ কোম্পানির একটি হিসেবে জায়গা করে নেয়। সানোফি ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়। ২০০৪ সালে এটি সানোফি অ্যাভেনটিস হিসেবে যাত্রা শুরু করে এবং পরবর্তীতে ২০১১ সালে এটির বর্তমান নাম সানোফি হিসেবে নামকরণ করে।[৫]
![]() | |
প্রাক্তন নাম | সানোফি সিন্থেলাবু (১৯৯৯-২০০৪) সানোফি অ্যাভেন্টিস (২০০৪-২০১১) |
---|---|
ধরন | এস. এ. (কর্পোরেশন) |
ইউরোনেক্সট: SAN NYSE: SNY CAC 40 Component | |
আইএসআইএন | FR0000120578 |
শিল্প | ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি |
প্রতিষ্ঠাকাল | ১৯৭৩ |
সদরদপ্তর | ৫৪, Rue La Boétie, ৭৫০০৮ প্যারিস, ফ্রান্স |
বাণিজ্য অঞ্চল | বিশ্বব্যাপী |
প্রধান ব্যক্তি | সার্জ ওয়াইনবার্গ (চেয়ারম্যান), পল হাডসন (সিইও) (সেপ্টেম্বর'১৯-বর্তমান), জীন-ফ্রানকয়েস ডিহেক (প্রকৃত প্রতিষ্ঠাতা) |
পণ্যসমূহ | প্রেসক্রিপশন ও থ্রোম্বোসিস, কার্ডিওভাস্কুলার ডিজিজ, ডায়াবেটিস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ডিসঅর্ডার, অনকোলজি এবং অভ্যন্তরীণ ওষুধ ও ভ্যাকসিনের ওষুধ প্রস্তুতকারক |
আয় | €৩৪.১২৬ বিলিয়ন (২০১৯) |
সুদ ও করপূর্ব আয় | €৪.৬৭ বিলিয়ন (২০১৮)[১] |
নীট আয় | €৪.৪১ বিলিয়ন (২০১৮)[১] |
মোট সম্পদ | } €১১১.৪০ বিলিয়ন (২০১৮)[১] |
মোট ইকুইটি | €৫৯.০৩ বিলিয়ন (২০১৮)[১] |
কর্মীসংখ্যা | ১১০,০০০ (২০১৮)[২] |
অধীনস্থ প্রতিষ্ঠান | সানোফি পাস্তুর গেনজাইম শান্তা বায়োটেকনিকস চ্যাটেম জেনটিভা (২০০৯-২০১৮)[৩]টেমপ্লেট:Circular reference Medley Nichi-Iko |
ওয়েবসাইট | www |
সানোফি বর্তমানে ওষুধ প্রস্তুতির পাশাপাশি গবেষণা, উন্নয়ন এবং মার্কেটিংয়ের কাজে যুক্ত আছে। কোম্পানিটি নিম্নোক্ত ৭ ক্ষেত্রেও থেরাপি তৈরি করে : কার্ডিওভাস্কুলার, ডায়বেটিস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, অনকোলজি, থ্রোম্বোসিস ও ভ্যাকসিন।[৬]
ইতিহাস
সানোফি ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে এটি ১৯৯৯-২০০৪ পর্যন্ত সানোফি সিন্থেলাবু এবং ২০ আগস্ট ২০০৪ সালে সানোফি অ্যাভেনটিস হিসেবে যাত্রা শুরু করে। পরবর্তীতে ৬ মে ২০১১ সালে বর্তমান নাম সানোফি হিসেবে নামকরণ করে।
কোম্পানির আর্থিক হিসাব
বছর | ২০০১ | ২০০২ | ২০০৩ | ২০০৪ | ২০০৫ | ২০০৬ | ২০০৭ | ২০০৮ | ২০০৯ | ২০১০ | ২০১১ | ২০১২ | ২০১৩ | ২০১৪ | ২০১৫ | ২০১৬ |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
রাজস্ব | 6.069 | 7.448 | 8.048 | 14.87 | 27.31 | 28.37 | 28.05 | 27.57 | 29.31 | 30.38 | 33.39 | 34.95 | 30.97 | 31.69 | 34.54 | 33.82 |
মোট আয় | 1.098 | 1.640 | 1.865 | -3.665 | 2.202 | 4.006 | 5.263 | 3.851 | 5.265 | 5.467 | 5.646 | 4.888 | 3.716 | 4.390 | 4.287 | 4.800 |
সম্পদ | 18.23 | 17.36 | 17.42 | 82.85 | 86.24 | 77.76 | 71.91 | 71.99 | 80.25 | 85.26 | 100.7 | 100.4 | 96.06 | 97.39 | 102.3 | 104.7 |
ইকুইটি/সমতা | 12.75 | 12.60 | 12.74 | 41.63 | 46.40 | 45.60 | 44.54 | 44.87 | 48.32 | 53.10 | 56.19 | 57.35 | 56.9 | 56.12 | 58.05 | 57.72 |
নোট. ২০০১-২০০৪ পর্যন্ত সানোফি সিন্থেলাবু এবং ২০০৪ থেকে ২০১১ সানোফি অ্যাভেনটিস
সংস্থাসমূহ
সানোফি, ইউরোপীয়ান ফেডারেশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ অ্যান্ড এসোসিয়েশনস এর পূর্ণ সদস্য।[১০] এছাড়াও এটি বায়োটেকনোলজি ইন্ডাস্ট্রি অরগ্যানাইজেশন[১১] ও ফার্মাসিউটিক্যাল রিসার্চ অ্যান্ড ম্যানুফ্যাকচার্স অব আমেরিকা এরও পূর্ণ সদস্য।[১২]
সানোফি ভ্যাকসিন সহায়ক সানোফি পাস্তুরও ইউরোপাবায়ো এর সদস্য।[১৩]
অ্যাভেনটিস ফাউন্ডেশন
দি অ্যাভেনটিস ফাউন্ডেশন হলো[১৪] ১৯৯৬ সালে হুচেস্ট ফাউন্ডেশন হিসেবে জার্মানিতে প্রতিষ্ঠিত একটি দাতব্য সংস্থা। ২০০০ সালে এটি তার নাম পরিবর্তন করে দি অ্যাভেনটিস ফাউন্ডেশন হিসেবে পথচলা শুরু করে। এটি মূলত মিউজিক, থিয়েটার, শিল্প সাহিত্য, উচ্চতর শিক্ষা এবং স্বাস্থ্য গবেষণা নিয়ে কাজ করে থাকে।
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.