সহজ পাঠের গপ্পো

২০১৬ এর মানস মুকুল পাল পরিচালিত চলচ্চিত্র উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

সহজ পাঠের গপ্পো

সহজ পাঠের গপ্পো ২০১৬ খ্রিস্টাব্দে মুক্তিপ্রাপ্ত বাংলা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। মানস মুকুল পাল পরিচালিত ও অভিজিৎ সাহা প্রযোজিত এই চলচ্চিত্রটি গ্রামের দরিদ্র পরিবারের সন্তান গোপাল ও তার ভাই ছোট্টুকে নিয়ে নির্মিত। চলচ্চিত্রটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোটগল্প তালনবমী অবলম্বনে নির্মিত।[]

দ্রুত তথ্য সহজ পাঠের গপ্পো, পরিচালক ...
সহজ পাঠের গপ্পো
Thumb
প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার
পরিচালকমানস মুকুল পাল
প্রযোজকঅভিজিৎ সাহা
চিত্রনাট্যকারমানস মুকুল পাল
উৎসবিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ছোটগল্প তালনবমী
চিত্রগ্রাহকমৃন্ময় মণ্ডল
সুপ্রতিম ভোল
সম্পাদকসুজয় দত্ত রায়
অনির্বান মাইতি
মুক্তি
  •  সেপ্টেম্বর ২০১৬ (2016-09-08)
স্থিতিকালমিনিট
দেশভারত
ভাষাবাংলা ভাষা
বন্ধ

কলাকুশলী

  • নুর ইসলাম - ছোটু
  • সামিউল আলম - গোপাল
  • স্নেহা বিস্বাস - ছোটু ও গোপালের মা
  • শকুন্তলা বড়ুয়া

কাহিনী সংক্ষেপ

বাবার আকস্মিক দুর্ঘটনার কারণে ১০ বছরের বালক গোপালের ভাবনাহীন ছোটবেলার অমূল পরিবর্তন ঘটে যায়। অর্থের অভাবে তার মায়ের পক্ষে তাকে ও তার ভাই ছোটুকে খেতে দেওয়াও কঠিন হয়ে যায়। গোপাল বিভিন্নভাবে টাকা রোজগারের চেষ্টা করতে থাকে। সে তার ছোট ভাইকে সঙ্গে নিয়ে লোকের বাড়ির কুয়ো পরিষ্কার করে, বাজারে সব্জিপাতি বিক্রি করে। এর মধ্যে গ্রামের এক ব্রাহ্মণ ঘরে জন্মাষ্টমীর দিন উপলক্ষে গ্রামের লোকেদের পোলাও খাওয়ানোর আয়োজন করা হয়। এই কথা শুনে দুই ভাই নিজেদের মতো করে ভাবতে শুরু করে। গোপাল তাদের তাল বিক্রি করে অর্থ উপার্জনের কথা ভাবলেও ছোটু বিনাপয়সায় তাল বিক্রি করলে পোলাও খাওয়ার নিমন্ত্রণ পেতে পারবে বলে ভাবতে থাকে। ছোটু টাকা না নিয়েই বাড়ির জেঠিমাকে তাল দিয়ে আসলেও হতাশাব্যঞ্জক বাস্তবতা হিসাবে গোপাল এবং ছোটু জন্মাষ্টমীর আমন্ত্রণ পায় না, যা ছোটুর শিশু মনকে কাঁদিয়ে তোলে।

তথ্যসূত্র

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.