Loading AI tools
চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার একটি ইউনিয়ন উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
সলিমপুর বাংলাদেশের চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।
সলিমপুর | |
---|---|
ইউনিয়ন | |
১০নং সলিমপুর ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে সলিমপুর ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°২৩′৪১″ উত্তর ৯১°৪৫′১৮″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চট্টগ্রাম জেলা |
উপজেলা | সীতাকুণ্ড উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | মোহাম্মদ সালাউদ্দিন আজিজ |
আয়তন | |
• মোট | ১৮.০২ বর্গকিমি (৬.৯৬ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৫২,০৫০ |
• জনঘনত্ব | ২,৯০০/বর্গকিমি (৭,৫০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৬৫.২২% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৩১৭ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
সলিমপুর ইউনিয়নের আয়তন ৪৪৫৩ একর[1] (১৮.০২ বর্গ কিলোমিটার)। এটি সীতাকুণ্ড উপজেলার সবচেয়ে ছোট ইউনিয়ন।
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী সলিমপুর ইউনিয়নের লোকসংখ্যা ৫২,০৫০ জন। এর মধ্যে পুরুষ ২৬,৭৫০ জন এবং মহিলা ২৫,৩০০ জন।[2]
সীতাকুণ্ড উপজেলার সর্ব-দক্ষিণে সলিমপুর ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব ২৯ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে ভাটিয়ারী ইউনিয়ন, পূর্বে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড ও ২নং জালালাবাদ ওয়ার্ড, দক্ষিণে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড ও ১০নং উত্তর কাট্টলী ওয়ার্ড এবং পশ্চিমে বঙ্গোপসাগর।
সলিমপুর ইউনিয়ন সীতাকুণ্ড উপজেলার আওতাধীন ১০নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের উত্তরাংশের প্রশাসনিক কার্যক্রম সীতাকুণ্ড মডেল থানার আওতাধীন এবং দক্ষিণভাগের কিছু অংশ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আকবর শাহ থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৮১নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-৪ এর অংশ। এটি উত্তর সলিমপুর, দক্ষিণ সলিমপুর, লতিফপুর, জঙ্গল সলিমপুর ও জঙ্গল লতিফপুর এ ৫টি মৌজায় বিভক্ত।
ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের গ্রামগুলো হল:
ওয়ার্ড নং | গ্রামের নাম |
---|---|
১নং ওয়ার্ড | উত্তর সলিমপুর (আংশিক), জঙ্গল সলিমপুর |
২নং ওয়ার্ড | উত্তর সলিমপুর (আংশিক) |
৩নং ওয়ার্ড | উত্তর সলিমপুর (আংশিক) |
৪নং ওয়ার্ড | মধ্যম সলিমপুর (আংশিক) |
৫নং ওয়ার্ড | মধ্যম সলিমপুর (আংশিক) |
৬নং ওয়ার্ড | দক্ষিণ সলিমপুর (আংশিক) |
৭নং ওয়ার্ড | দক্ষিণ সলিমপুর (আংশিক) |
৮নং ওয়ার্ড | লতিফপুর (আংশিক) |
৯নং ওয়ার্ড | লতিফপুর (আংশিক), জঙ্গল লতিফপুর |
নিচে সীতাকুণ্ড মডেল থানা ও আকবর শাহ থানার আওতাধীন সলিমপুর ইউনিয়নের এলাকাসমূহ উল্লেখ করা হল:
থানা | মৌজা | ওয়ার্ড | সীমানা |
---|---|---|---|
সীতাকুণ্ড মডেল থানা |
|
১নং ওয়ার্ড থেকে ৭নং ওয়ার্ড ও ৯নং ওয়ার্ডের আংশিক, আংশিক জঙ্গল লতিফপুর | ন্যাশনাল কটন মিলস সোনাইছড়ি খালের ডি.টি. রোড ব্রীজের পূর্ব পাশ থেকে ছমদর পাড়া সহ জঙ্গল সলিমপুর আংশিক এলাকা ভাটিয়ারী ইউনিয়ন সীমানা পর্যন্ত |
আকবর শাহ থানা |
|
৮নং ওয়ার্ড সম্পূর্ণ এবং ৯নং ওয়ার্ডের আংশিক | ন্যাশনাল কটন মিলসের দক্ষিণ পাশে সোনাইছড়ি খাল ডি.টি. রোড ব্রীজের দক্ষিণ পাশ থেকে সিটি কর্পোরেশন সীমানা পর্যন্ত |
সলিমপুর ইউনিয়নের সাক্ষরতার হার ৬৫.২২%।[1] এ ইউনিয়নে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় অবস্থিত। এছাড়া এখানে ১টি ক্যাডেট কলেজ, ১টি নার্সিং কলেজ, ১টি মাদ্রাসা, ৬টি মাধ্যমিক বিদ্যালয় ও ৮টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[2]
সলিমপুর ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। সব ধরনের যানবাহনের মাধ্যমে যোগাযোগ করা যায়। এছাড়া রয়েছে ঢাকা-চট্টগ্রাম রেলপথ (কৈবল্যধাম স্টেশন)।
সলিমপুর ইউনিয়নে ৪৯টি মসজিদ, ৬টি ঈদগাহ ও ৫টি মন্দির রয়েছে।[2]
সলিমপুর ইউনিয়নের পশ্চিম পাশে বঙ্গোপসাগর। এছাড়া এ ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বৈরাগ্য খাল, চ্যালদাতলী ছড়া, সোনাইছড়ি খাল, কালীর ছড়া এবং টিএনটি ছড়া।[2]
সলিমপুর ইউনিয়নের প্রধান প্রধান হাট/বাজারগুলো হল ফৌজদারহাট বাজার, ফকিরহাট বাজার, পাক্কা রাস্তার মাথা বাজার, স্টেশন বাজার এবং বাংলা বাজার।[2]
ক্রম নং | চেয়ারম্যানের নাম | সময়কাল |
---|---|---|
০১ | মোহাম্মদ ফরিদ | ১৯৯৭-২০০২ |
০২ | মোহাম্মদ কামাল | ২০০২-২০০৭ |
০৩ | মোহাম্মদ কবির | ২০০৭-২০১১ |
০৪ | আলহাজ্ব মোহাম্মদ সালাউদ্দিন আজিজ | ২০১১-বর্তমান |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.