Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
সরকারি মুস্তাফাবিয়া আলিয়া মাদ্রাসা বগুড়া জেলায়[1] অবস্থিত উত্তরবঙ্গের একমাত্র সরকারি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান। এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড[2] এর অধীনস্থ আলিম (HSC) এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কামিল (স্নাতকোত্তর) পর্যন্ত পাঠদান করা হয়।
সরকারি মুস্তাফাবিয়া আলিয়া মাদ্রাসা | |
---|---|
অবস্থান | |
তথ্য | |
ধরন | সরকারী |
প্রতিষ্ঠাকাল | ১৯২৫ |
বিদ্যালয় বোর্ড | বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড |
অধ্যক্ষ | প্রফেসর ড. আহমাদুল্লাহ |
শ্রেণি | ১ম থেকে কামিল |
ক্যাম্পাস | উপশহর |
ওয়েবসাইট | http://govtmam.edu.bd/ |
ফুরফুরা শরীফের পীর মোহাম্মদ আবু বকর সিদ্দিকি।
আলেমে দ্বীন আল্লামা মুস্তাফা মাদানীর নামানুসারে এর নামকরণ করা হয়েছে।
হুসেইন মুহাম্মদ এরশাদ ১৯৮৬ সালে এ মাদরাসা সরকারিকরণ করেন।
ক্রমিক | অধ্যক্ষগণের নাম | সময়কাল |
---|---|---|
১ | মাওলানা নিযাম উদ্দীন গজনবী | ১৯২৫ থেকে ১৯৩৬ সাল |
২ | মাওলানা মওলা বখস্ | ১৯৩৭ থেকে ১৯৪০ সাল |
৩ | জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল ওয়াহাব | ১৯৪১ থেকে ১৯৪৭সাল |
৪ | জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল রব কাসেমী | ১৯৪৮ সাল |
৫ | জনাব মাওলানা মোহাম্মদ মোজাম্মেল আলী | ১৯৪৯ সাল |
৬ | আবু নছর মুহাম্মদ নজীবুল্লাহ | ১৯৪৯ থেকে ০১-০৯-১৯৮২ সাল |
৭ | আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আলী | ০১-০৯-১৯৮২ থেকে ১১-০৩-১৯৮৬ সাল |
ক্রমিক | অধ্যক্ষগণের নাম | সময়কাল |
---|---|---|
১ | মাওলানা মোহাম্মদ আলী | ১২-০৩-১৯৮৬ থেকে ২৬-০৬-১৯৯০ সাল |
২ | প্রফেসর আ.ন.ম. ইমামুদ্দীন | ২৬-০৬-১৯৯০ থেকে ১৪-০১-১৯৯৬ সাল |
৩ | প্রফেসর মুহাম্মাদ সা’দুল্লাহ | ১৫-০১-১৯৯৬ থেকে ০১-০৭-১৯৯৬ সাল |
৪ | প্রফেসর মোহাম্মদ মুজিবর রহমান | ০৩-০৭-১৯৯৬ থেকে ২৫-০৯-২০০০ সাল |
৫ | মাওলানা মোহাম্মদ তাজাম্মল হোসেন (ভারপ্রাপ্ত) | ২৬-০৯-২০০০ থেকে ২৮-১১-২০০১ সাল |
৬ | মাওলানা মোহাম্মাদ নূরুল ইসলাম (ভারপ্রাপ্ত) | ২৮-১১-২০০১ থেকে ২৮-১১-২০০১ সাল |
৭ | আবুল কালাম মোহাম্মাদ আফতাব উদ্দিন (ভারপ্রাপ্ত) | ২৮-০৮-২০০২ থেকে ২৮-১১-২০০২ সাল |
৮ | মোঃ কসিমউদ্দিন (স্ববেতনে) | ২৮-১০-২০০২ থেকে ২২-১১-২০০৪ সাল |
৯ | প্রফেসর মোহাম্মাদ ইসলাম গণী | ২২-১১-২০০৪ থেকে ২১-০৭-২০০৫ সাল |
১০ | এ.কে.এম ইসাহাক আলী | ২১-০৭-২০০৫ থেকে ০৫-০৮-২০০৭ সাল |
১১ | প্রফেসর সৈয়দ মাহবুবুর রহমান | ০৬-০৮-২০০৭ থেকে ২০-১১-২০০৭ সাল |
১২ | শাইখ মোহাম্মাদ নজরুল ইসলাম (ভারপ্রাপ্ত) | ২৫-১১-২০০৭ থেকে ০৬-০১-২০০৮ সাল |
১৩ | প্রফেসর সৈয়দ মাহবুবুর রহমান | ০৭-০১-২০০৮ সাল |
১৪ | আবুল কালাম মোহাম্মাদ আফতাব উদ্দিন | ০৭-০১-২০০৮ থেকে |
১৫ | শাইখ মোহাম্মাদ নজরুল ইসলাম | |
১৬ | মোঃ মোখলেছুর রহমান (ভারপ্রাপ্ত) |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.