উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
সরকারি আকবর আলী কলেজ রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার একটি সুপরিচিত সরকারি কলেজ। কলেজটি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া পৌরসভার অন্তর্গত।[২]
সরকারি আকবর আলী কলেজ | |
---|---|
ঠিকানা | |
উল্লাপাড়া রোড উল্লাপাড়া , উল্লাপাড়া , ৬৭৬০ | |
তথ্য | |
প্রতিষ্ঠাতা | এম. আকবর আলী |
ইআইআইএন | ১২৮৬৭৬ |
অধ্যক্ষ | মোঃ আলী আশরাফ[১] |
লিঙ্গ | ছাত্র-ছাত্রী |
ভাষা | বাংলা, ইংরেজি |
শিক্ষায়তন | ১০.৩২ একর (৪.১৮ হেক্টর) |
ক্রীড়া | ভলিবল, ফুটবল, ক্রিকেট, দাবা, ক্যারাম |
বোর্ড | রাজশাহী শিক্ষাবোর্ড |
ওয়েবসাইট | www |
কলেজটি ১৯৭০ সালে প্রাক্তন সংসদ সদস্য এম. আকবর আলী কর্তৃক প্রতিষ্ঠিত হয়।[৩] এম. আকবর আলীর উদ্যোগে এবং অর্থায়নে এলাকার বিদ্যুৎসাহী ব্যক্তিবর্গ ও জনগণের সার্বিক সহযোগিতায় ১০.৩২ একর জমি ক্রয় করে কলেজটি প্রতিষ্ঠা করা হয়েছিল। তার অবদানের স্বীকৃতিস্বরূপ কলেজের নাম আকবর আলী কলেজ নামে নামকরণ করা হয়। যা পরবর্তীতে ১৯৮৪ সালে সরকারীকরণ করা হয়।[৪]
Seamless Wikipedia browsing. On steroids.