Loading AI tools
ভারতে বিহারের একটি শহর উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
সমস্তিপুর (ইংরেজি: Samastipur) ভারতের বিহার রাজ্যের সমস্তিপুর জেলার একটি শহর ও পৌরসভা এলাকা।
সমস্তিপুর Samastipur Shamsuddinpur | |
---|---|
Location in Bihar | |
স্থানাঙ্ক: ২৫°৫১′৩৯″ উত্তর ৮৫°৪৬′৫৬″ পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | বিহার |
জেলা | সমস্তিপুর |
লোকসভা কেন্দ্র | সমস্তিপুর |
বিধানসভা কেন্দ্র | সমস্তিপুর |
দ্বারভাঙ্গা জেলা থেকে বিভক্ত | ১৯৭২ |
আয়তন | |
• মোট | ২,৯০৪ বর্গকিমি (১,১২১ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৪২,৫৪,৭৮২ |
• জনঘনত্ব | ১,৫০০/বর্গকিমি (৩,৮০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | আইএসটি (ইউটিসি+৫:৩০) |
পিন | ৮৪৮১০১ |
এলাকা কোড | এসটিডি-০৬২৭৪ |
ওয়েবসাইট | http://samastipur.bih.nic.in/ |
শহরটির অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল ২৫.৮৫° উত্তর ৮৫.৭৮° পূর্ব।[১] সমুদ্র সমতল হতে এর গড় উচ্চতা হল ৩৯ মিটার (১২৭ ফুট)।
ভারতের ২০০১ সালের আদমশুমারি অনুসারে সমষ্টিপুর শহরের জনসংখ্যা হল ৫৫,৫৯০ জন।[২] এর মধ্যে পুরুষ ৫৪% এবং নারী ৪৬%।
এখানে সাক্ষরতার হার ৭২%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৭৮% এবং নারীদের মধ্যে এই হার ৬৬%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে সমষ্টিপুর এর সাক্ষরতার হার বেশি।
এই শহরের জনসংখ্যার ১৪% হল ৬ বছর বা তার কম বয়সী।
অ্যাকিউট এনসেফালাইটিস সিনড্রোম নিয়ে বিহারে ৪৪০ টি শিশু হাসপাতালে ভর্তি হয়েছিল। মৃত শিশুদের মধ্যে অধিকাংশই মুজফ্ফরপুর, বৈশালী, সীতামারহি, সমস্তিপুর এলাকার নিম্নবিত্ত পরিবারের। ২০১৪ সালে রেকর্ড সংখ্যক (৩৫৫) শিশুম্ত্যু হয়েছিল বিহারে। ২০১৫, ২০১৬ এবং ২০১৭ তে সংখ্যাটা ছিল যথাক্রমে ১১, ৪ এবং ১১।
জুন মাসের প্রথম থেকেই বিহারের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। বিশেষজ্ঞদের দাবি অতিরিক্ত তাপমাত্রা থাকায় এবং মাঝে একটুও বৃষ্টিপাত না হওয়াই এনসেফালাইটিস মহামারীর আকার ধারণ করার পেছনে দায়ী। এছাড়া শিশুদের যথাযথ পুষ্টির জন্য কর্মসূচী গ্রহণ করার ক্ষেত্রে গাফিলতি ছিল ।[৩]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.