সভাপর্ব
মহাভারতের দ্বিতীয় পর্ব উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
মহাভারতের দ্বিতীয় পর্ব উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
সভাপর্ব মহাভারতের ১৮টি পর্বের মধ্যে ২য় পর্ব ।[1] সর্গটি শুরু হয়েছে ময়দানবের ইন্দ্রপ্রস্থে সভাগৃহ নির্মাণের মাধ্যমে । এর পঞ্চম অধ্যায়ে রাজ্য ও প্রজাদের উন্নতি, বিজয় ও সুখের জন্য প্রয়োজনীয় শাসননীতির কথা আলোচিত হয়েছে । মধ্যের অধ্যায় গুলি রাজা যুধিষ্ঠিরের কার্যকাল ও তার ভাইদের দ্বারা রাজসূয় যজ্ঞকালে তার সাম্রাজ্য বিস্তারের কথা বর্ণনা করে । শেষ অধ্যায় দুটিতে রাজা যুধিষ্ঠিরের দ্যূতাসক্তির কথা আলোচিত হয়েছে এবং বাজিতে সব কিছু হারানোর কথা আছে। এই সর্গে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে মানবতার নীতিও আলোচিত হয়েছে ।
এই সর্গে ১০টি উপপর্ব ও ৮১টি অধ্যায় আছে । উপপর্বসমূহ ও তার অন্তর্গত ঘটনাবলী :
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.