সংকর ধাতু

একাধিক ধাতু বা একটি ধাতুর সাথে বিভিন্ন উপাদানের মিশ্রণ। উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

সংকর ধাতু

সংকর ধাতু (ইংরেজি: alloy) হলো একাধিক ধাতু বা একটি ধাতুর সাথে বিভিন্ন উপাদানের মিশ্রণ। এ উপাদানগুলো ধাতব বন্ধন দ্বারা আবদ্ধ। একটি সংকর ধাতু বিভিন্ন ধাতুর সমসত্ব মিশ্রণ দ্বারা গঠিত হতে পারে। নির্দিষ্ট সংকর ধাতুতে ধাতব পদার্থগুলোর নির্দিষ্ট সংযুক্তি ও কেলাসিত অবস্থা বিরাজ করে।

এখানে সংকর ধাতু তৈরির কিছুটা দেখানো হয়েছে

দৈনন্দিন জীবনের নানা ক্ষেত্রে সংকর ধাতুর বহুল ব্যবহার রয়েছে। অনেক সময় একাধিক ধাতুর মিশ্রণের ফলে দ্রব্যের উৎপাদন ব্যয় অনেকাংশে কমে যায়। আবার অনেক ক্ষেত্রে ধাতুর সক্ষমতা বৃদ্ধি করার উদ্দেশ্যে (যেমন - ধাতব ঔজ্জ্বল্য, ঘাতসহনীয়তা বা নমনীয়তা) সংকর ধাতু ব্যবহৃত হয়। বিভিন্ন সংকর ধাতুর মধ্যে রয়েছে ইস্পাত, সোলডার, পিতল, ডুরালুমিন, পিউটার, ব্রোঞ্জঅ্যামালগাম

সাধারণত ভরের সাহায্যে সংকর ধাতুকে পরিমাপ করা হয়। সংকর ধাতুকে গঠনগত উপাদান ও আণবিক গঠন অনুসারে শ্রেণিবিভক্ত করা হয়। এছাড়া হোমোজিনাস ও হেটারোজিনাস নামে উচ্চতর শ্রেণিতে ভাগ করা হয়।

পরিচিতি

সংকর ধাতু মূলত রাসায়নিক পদার্থের মিশ্রণ যা বৈশিষ্ট্যপূর্ণ অবিশুদ্ধ পদার্থ তৈরি করে। অবিশুদ্ধ মৌলের সঙ্গে এর মৌলিক পার্থক্য হল এতে চাহিদা অনুযায়ী বিভিন্ন উপাদানের মিশ্রণ ঘটানো হয়।

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.