শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

শ্রীশ্রী আনন্দময়ী কালী মন্দির, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া জেলার অতি প্রাচীন ঐতিহ্যবাহী কালী মন্দির উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

শ্রীশ্রী আনন্দময়ী কালী মন্দির, ব্রাহ্মণবাড়িয়া
Remove ads

শ্রীশ্রী আনন্দময়ী কালী মন্দির বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের আনন্দময়ী কালী মন্দির রোডে অবস্থিত। এই মন্দিরটি অনেক প্রাচীন। এটি বাংলাদেশের হিন্দু মন্দিরসমূহের মধ্যে অন্যতম। ১২১ বছর পূর্বে আনন্দময়ী কালী দেবীর এই স্থানে অলৌকিকভাবে প্রকাশ ঘটে।

দ্রুত তথ্য শ্রীশ্রী আনন্দময়ী কালী মন্দির, ধর্ম ...
Remove ads

ইতিহাস

শ্রীশ্রী আনন্দময়ী কালী মন্দিরের প্রথম প্রতিষ্ঠা ১৯০০ সালে। ১২১ বছর পূর্বে আনন্দময়ী কালী দেবীর এই স্থানে অলৌকিকভাবে প্রকাশ ঘটে। পরে নব-নির্মিত মন্দিরের[] ভিত্তি স্থাপন করা হয় ১১ ডিসেম্বর ১৯৯৬ সালে[]। নব-নির্মিত মন্দিরের উদ্বোধন ও প্রতিষ্ঠা ১৮ জানুয়ারী ১৯৯৯ সালে[]। এই ভাবেই প্রতিষ্ঠা করা হয় আনন্দময়ী কালী মন্দির[] ২০১৬ সালের ৩০ অক্টোবর নাসিরনগর সাম্প্রদায়িক সহিংসতায় ইসলামী উগ্রবাদীরা প্রাচীন আনন্দময়ী কালী মন্দিরে হামলা, ভাঙচুর ও লুটপাট করে।[]

Remove ads

কালী মাতার বিগ্রহ

শ্রীশ্রী আনন্দময়ী কালী মাতার বিগ্রহ পাথরের ও মহাদেবের বিগ্রহ ও পাথরের। আনন্দময়ী কালী মাতা খুবই জাগ্রত।

অবস্থান

বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রাণ কেন্দ্র আনন্দময়ী কালী মন্দির রোডে অবস্থিত এই মন্দির।

যাতায়াত

বাসে ঢাকা থেকে বিশ্বরোড থেকে সি.এন.জি করে কুমারশীল মোড় থেকে অটোরিকশা করে অথবা হেঁটে ব্রাহ্মণবাড়িয়া বিদ্যালয়ের পেছনে আনন্দময়ী কালী মন্দির রোডে অবস্থিত আনন্দময়ী কালী মন্দির।

তথ্যসূত্র

Loading content...
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads