Loading AI tools
এক রাজ্যতন্ত্রের উপর অন্য রাজ্যতন্ত্রের মধ্যযুগীয় আগ্রাসন উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
১০২৫ খ্রিস্টাব্দে, চোল সম্রাট রাজেন্দ্র প্রথম সামুদ্রিক দক্ষিণ-পূর্ব এশিয়ার শ্রীবিজয়ে নৌ অভিযান শুরু করেন, [1] শ্রীবিজয়ের বিরুদ্ধে রাজেন্দ্র-র বিদেশী অভিযান ছিল ভারতের ইতিহাসে একটি অনন্য ঘটনা এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার রাজ্যগুলির সাথে অন্যথায় শান্তিপূর্ণ সম্পর্কের পরম্পরার। বর্তমান ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার বেশ কিছু স্থান চোল রাজবংশের রাজেন্দ্র প্রথম দ্বারা আক্রমণ করা হয়েছিল। [2] [3] চোল আক্রমণ দক্ষিণ-পূর্ব এশিয়ায় তামিল বণিক সমিতি যেমন মণিগ্রামম্, অয়্যবোল্ এবং ঐন্নুর্রুবরের সম্প্রসারণকে আরও এগিয়ে নিয়েছিল।[4] [5] [6] [7] চোল আক্রমণের ফলে শ্রীবিজয়ের শৈলেন্দ্র রাজবংশের পতন ঘটে এবং চোল আক্রমণও 1025 খ্রিস্টাব্দে সুমাত্রা থেকে ভারত ও তিব্বতে মহান বৌদ্ধ পণ্ডিত অতীশের প্রত্যাবর্তন যাত্রার সাথে কাকতালীয় ভাবে মিলে যায়।[8]
শ্রীবিজয়ের উপর চোলদের বহিরাক্রমণ | |||||||
---|---|---|---|---|---|---|---|
মূল যুদ্ধ: রাজেন্দ্র চোল প্রথমের দক্ষিণ-পূর্ব এশিয়া অভিযান | |||||||
রাজেন্দ্র চোলের অঞ্চল সন. 1030 CE | |||||||
| |||||||
বিবাদমান পক্ষ | |||||||
চোল সাম্রাজ্য | শ্রীবিজয় | ||||||
সেনাধিপতি ও নেতৃত্ব প্রদানকারী | |||||||
প্রথম রাজেন্দ্র |
সংগ্রাম বিজয়তুঙ্গবর্মণ যু. বন্দী | ||||||
জড়িত ইউনিট | |||||||
চোল নৌবাহিনী |
শ্রীবিজয় নৌবাহিনী |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.