শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যান, ময়মনসিংহ

বাংলাদেশের ময়মনসিংহ শহরে অবস্থিত একটি উদ্যান উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যান, ময়মনসিংহ

শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যান বাংলাদেশের ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি উদ্যান।[১][২][৩]

দ্রুত তথ্য শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যান, ময়মনসিংহ, ধরন ...
শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যান, ময়মনসিংহ
Thumb
ধরনউদ্যান
অবস্থানসার্কিট হাউজ সংলগ্ন, ময়মনসিংহ সিটি কর্পোরেশন
অবস্থাপ্রাকৃতিক সৌন্দর্য্যমন্ডিত
বন্ধ

অবস্থান

ময়মনসিংহ ব্রীজ থেকে রিকশায় যেতে সময় লাগে ৩০ মিনিট। সার্কিট হাউজ মাঠ ও সার্কিট হাউজ এলাকা সংলগ্ন নির্মিত একটি উদ্যান। এর পাশ দিয়েই বয়ে গেছে ব্রহ্মপুত্র নদ

বর্ণনা

জয়নুল উদ্যানে দৃষ্টিনন্দন ফোয়ারা, দোলনা, ট্রেন, ম্যাজিক নৌকা, মিনি চিড়িয়াখানা, বৈশাখী মঞ্চ, ঘোড়ার গাড়ি, চরকি, জেলা প্রশাসকের বাড়ি এবং বেশকিছু খাবারের দোকান রয়েছে। আর নদীতে ঘুরে বেড়ানোর জন্য রয়েছে নৌকা। এছাড়াও এখানে জয়নুল আবেদিন সংগ্রহশালার বিখ্যাত সব ছবিগুলো দেখারও সুযোগ রয়েছে। প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী এখানে ঘুরতে আসেন ও ব্রক্ষপুত্র নদের স্নিগ্ধ,মনোরম পরিবেশ উপভোগ করেন। এছাড়া ময়মনসিংহ বিভাগের আশপাশের এলাকা থেকে প্রতিদিন দর্শনার্থীদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা যায়।

তথ্যসূত্র

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.