ম্লেচ্ছ রাজবংশ

উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

শালস্তম্ভ বংশ (ইংরেজি: Mlechchha dynasty) সপ্তম শতকের মধ্যভাগে শালস্তম্ভ নামক রাজা প্রতিষ্ঠা করেন।[] তিনি তার রাজ্যের রাজধানী প্রাগজ্যোতিষপুর থেকে স্থানান্তর করে তেজপুরের নিকটবর্তী হারেপেশ্বর নামক স্থানে স্থাপন করেন।[] এই বংশের রাজার ৬৫০ খ্রিষ্টাব্দ থেকে ৯০০ খ্রিষ্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন। মুসলমানদের ম্মেচ্ছ বলা হয়েছে।।কিন্তু এই বংশের রাজারা নিজেদের ভগদত্ত বংশের বলে পরিচয় দিতেন । এই বংশের পতনের পর পালবংশকামরূপ রাজ্যে রাজত্ব করেন। আনন্দমঠ অনুযায়ী ও বিভিন্ন সাহিত‍্য অনুযায়ী ম্মেচ্ছ অস্পৃশ‍্য অভিশপ্ত পাপীদের বলে যেই মুসলমানদের হিন্দুরা বলে।

দ্রুত তথ্য কামরূপ রাজ্য শালস্তম্ভ বংশ, রাজধানী ...
কামরূপ রাজ্য

শালস্তম্ভ বংশ
৬৫০ খ্রিষ্টাব্দ–৯০০ খ্রিষ্টাব্দ
রাজধানীহারুপেশ্বর (বর্তমান তেজপুরের নিকটবর্তী)
ধর্ম
হিন্দু ধর্ম
সরকাররাজতন্ত্র
মহারাজাধিরাজা 
 ৬৫০ – ৬৭০ খ্রিষ্টাব্দ
শালস্তম্ভ
 ৮১৫ – ৮৩২ খ্রিষ্টাব্দ
হজ্জরবর্মা
 ৮৯০ - ৯০০ খ্রিষ্টাব্দ
ত্যাগসিংহ
ঐতিহাসিক যুগধ্রুপদী ভারত
 প্রতিষ্ঠা
৬৫০ খ্রিষ্টাব্দ
 বিলুপ্ত
৯০০ খ্রিষ্টাব্দ
পূর্বসূরী
উত্তরসূরী
[[বর্মন রাজবংশ]]
[[পাল রাজবংশ]]
বন্ধ

তথ্যসূত্র

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.