সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্র
পশ্চিমবঙ্গ বিধানসভা কেন্দ্র উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
সামশেরগঞ্জ (বিধানসভা কেন্দ্র) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার একটি বিধানসভা কেন্দ্র। ২০১১ সাল পর্যন্ত ঔরাঙ্গবাদ বিধানসভা কেন্দ্রর অস্তিত্ব ছিল। এই কেন্দ্রটি ভেঙ্গে দুটি নতুন নির্বাচন হয় সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্র এবং রঘুনাথগঞ্জ বিধানসভা কেন্দ্র।
সামশেরগঞ্জ | |
---|---|
বিধানসভা কেন্দ্র | |
কেন্দ্রের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°৪১′ উত্তর ৮৭°৫৭′ পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
জেলা | মুর্শিদাবাদ |
কেন্দ্র নং. | ৫৬ |
আসন | খোলা |
লোকসভা কেন্দ্র | ৮. মালদা দক্ষিণ |
নির্বাচনী বছর | ১৫২,৪৭৩ (২০১১) |
এলাকা
ভারতের সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুসারে, ৫৬ নং সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রটি ধুলিয়ান পৌরসভা এবং ভাসাইপাইকার, বোগদাদনগর, চাচান্দা, দোগাছি, নপাড়া, নিমতিতা, প্রতাপগঞ্জ এবং তিনপুকুরিয়া গ্রাম পঞ্চায়েত গুলি সামশেরগঞ্জ সমষ্টি উন্নয়ন ব্লক এর অন্তর্গত।[1]
সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রটি ৮ নং মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্রের অন্তর্গত।[1]
বিধানসভার বিধায়ক
নির্বাচনের বছর | কেন্দ্র | বিধায়ক | রাজনৈতিক দল |
---|---|---|---|
২০১১ | সামশেরগঞ্জ | তৌয়াব আলি | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[2] |
২০১৬ | আমিরুল ইসলাম | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস | |
২০২১ | আমিরুল ইসলাম | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস |
নির্বাচনী ফলাফল
২০১৬
২০১৬ সালের নির্বাচনে, সিপিআই (এম) -এর তৌয়াব আলী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের আমিরুল ইসলামের কাছে ১৭৮০ ভোটে পরাজিত হন।
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
তৃণমূল | আমিরুল ইসলাম | ৪৮,৩৮১ | ৩০.৪১ | ||
সিপিআই(এম) | তৌয়াব আলী | ৪৬,৬০১ | ২৯.৩১ | ||
নির্দল | মোহাম্মদ রেজাউল হক | ৪২,৩৮৯ | ২৬.৬৬ | ||
বিজেপি | মিলন ঘোষ | ১১,৩৯৭ | ৭.১৭ | ||
নির্দল | উপরের কেউ নন | ৩,২৯০ | ২.০৭ | ||
সংখ্যাগরিষ্ঠতা | ১,৭৮০ | ১.১২ | |||
ভোটার উপস্থিতি | ১,৫৯,০৩৩ | ৮১.৯২ | |||
[[সিপিআই(এম)|সিপিআই(এম)]] থেকে তৃণমূল অর্জন করেছে | সুইং |
২০১১
২০১১ সালের নির্বাচনে, সিপিআই (এম) -এর তৌয়াব আলী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের মৌসুমি বেগমকে পরাজিত করেন।
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
সিপিআই(এম) | তৌয়াব আলী | ৬১,১৩৮ | ৪৬.৪৩ | ||
কংগ্রেস | মৌসুমি বেগম | ৫৩,৩৪৯ | ৪০.৫২ | ||
বিজেপি | সতীশচন্দ্র ঘোষ | ৬,০৩১ | ৪.৫৮ | ||
সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া | এমডি আফান আলি | ৪,২৫৬ | |||
বিএসপি | জয়দেব গোস্বামী | ২,৪১১ | |||
নির্দল | শেইখ সামশুল | ১,৯৬৬ | |||
ইন্ডিয়ান ইউনিটি সেন্টার | ওমার খায়াম | ১,৪৩০ | |||
এসইউসিআই(সি) | টিপু সুলতান | ১,০৯০ | |||
ভোটার উপস্থিতি | ১,৩১,৬৭১ | ৮৬.৩৬ | |||
সিপিআই(এম) জয়ী (নতুন আসন) |
তথ্যসূত্র
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.