শান্তি স্তুপ, দার্জিলিং

উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

শান্তি স্তুপ, দার্জিলিং

শান্তি স্তুপ, দার্জিলিং হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং শহরের একটি শান্তি স্তুপ। এটি বিশ্বের সকল জাতি ও ধর্মের মানুষের মিলন ও বিশ্বশান্তির বার্তা প্রচারের জন্য স্থাপিত। অন্যান্য বহু শান্তি স্তুপের মতো এটিও জাপানি বৌদ্ধ সন্ন্যাসী ও নিপ্পনজান-মিওহোজি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা নিচিদাতসু ফুজির (১৮৮৫-১৯৮৫) তত্ত্বাবধানে নির্মিত।

Thumb
দার্জিলিঙে জাপানি শান্তি স্তুপ

শান্তি স্তুপের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল ১৯৭২ সালের ৩ নভেম্বর এবং স্থাপন করেছিলেন নিচিদাতসু ফুজি। এটি উদ্বোধন করা হয় ১৯৯২ সালের ১ নভেম্বর। শান্তি স্তুপের নকশা এঁকেছিলেন এম. ওহকা। এর উচ্চতা ২৮.৫ মিটার (৯৪ ফুট) ও ব্যাস ২৩ মিটার (৭৫ ফুট)

চিত্রকক্ষ

পাদটীকা

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.