শান্তনু ঠাকুর
ভারতীয় রাজনীতিবিদ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ভারতীয় রাজনীতিবিদ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
শান্তনু ঠাকুর (জন্ম: ৩ আগস্ট ১৯৮২) হলেন একজন ভারতীয় রাজনীতিবিদ, যিনি ২০১৯ সাল থেকে বনগাঁ লোকসভার সাংসদ ছিলেন।[2] ২০২১ সালের ৭ জুলাই মন্ত্রিসভায় রদবদলের পর তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, বন্দর, নৌপরিবহন ও জলপথ মন্ত্রক হিসেবে শপথ নেন ।[3] এছাড়াও তিনি সর্বভারতীয় মতুয়া মহাসংঘের নেতা।
শান্তনু ঠাকুর | |
---|---|
প্রতিমন্ত্রী, জাহাজ মন্ত্রক, ভারত সরকার[1] | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ৮ই জুলাই, ২০২১ | |
প্রধানমন্ত্রী | নরেন্দ্র মোদী |
মন্ত্রী | সর্বানন্দ সোনোয়াল |
পূর্বসূরী | মানসুখ এল মান্দাভিয়া |
সংসদ সদস্য, লোকসভা | |
কাজের মেয়াদ ২৩ মে ২০১৯ – বর্তমান | |
পূর্বসূরী | মমতা ঠাকুর |
সংসদীয় এলাকা | বনগাঁ |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ঠাকুরনগর, উত্তর ২৪ পরগনা জেলা, পশ্চিমবঙ্গ | ৩ আগস্ট ১৯৮২
জাতীয়তা | ভারতীয় |
রাজনৈতিক দল | ভারতীয় জনতা পার্টি |
দাম্পত্য সঙ্গী | সোমা ঠাকুর (বি. ২০১১) |
সন্তান | ২ |
মাতা | ছবি রানি ঠাকুর |
পিতা | মঞ্জুলকৃষ্ণ ঠাকুর |
বাসস্থান | ঠাকুরনগর, উত্তর ২৪ পরগনা জেলা, পশ্চিমবঙ্গ |
শিক্ষা | স্নাতক ইংরেজি (অনার্স), আতিথেয়তা ব্যবস্থাপনার অ্যাডভান্সড ডিপ্লোমা |
প্রাক্তন শিক্ষার্থী | কর্ণাটক মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়, সিডনি |
জীবিকা | মনজুল কৃষ্ণ ঠাকুর |
স্বাক্ষর | |
সূত্র |
২০১৯ সালের সাধারণ নির্বাচনে, তিনি এই আসনটির সীমানা পুনর্নির্ধারণের পরে নির্বাচিত প্রথম নন-টিএমসি সংসদ সদস্য হন।[4] তিনি বাংলার প্রাক্তন-মন্ত্রী মনজুল কৃষ্ণ ঠাকুরের সন্তান।[5][6][7]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.