Loading AI tools
ভারতীয় অভিনেতা ও রাজনীতিবিদ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
শত্রুঘ্ন সিনহা (জন্ম: ৯ ডিসেম্বর ১৯৪৫ সালে)[2] একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা ও পরিণত রাজনীতিবিদ। লোকসভা সদস্য (২০০৯-২০১৪, ২০১৪-২০১৯) এবং রাজ্যসভা দুইবার সংসদ সদস্য ছাড়াও তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রিসভা (জানুয়ারী ২০০৩- মে ২০০৪) এবং জাহাজ মন্ত্রকের (আগস্ট ২০০৪) মন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী সরকারের আমলে।।২০০৯ সালে তিনি ১৫ তম লোকসভা নির্বাচনে নির্বাচিত হন। [3] ২০১২ সালে, তার জীবনী, নিয়ে একটি সিনেমা খামোশ মুক্তি পায়।
শত্রুঘ্ন সিনহা | |
---|---|
লোকসভার সদস্য | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ১৬ এপ্রিল ২০২২ | |
পূর্বসূরী | বাবুল সুপ্রিয় |
সংসদীয় এলাকা | আসানসোল |
কাজের মেয়াদ ২০০৯ – ২০১৯ | |
সংসদীয় এলাকা | পাটনা সাহিব |
সংখ্যাগরিষ্ঠ | ২,৬৫,৮০৫ (৩০.১১%) |
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ | |
কাজের মেয়াদ ২২ জুলাই ২০০২ – ২৯ জানুয়ারী ২০০৩ | |
প্রধানমন্ত্রী | অটল বিহারী বাজপেয়ী |
জাহাজ মন্ত্রক (ভারত) | |
কাজের মেয়াদ ৩০ জানুয়ারী ২০০৩ – ২২ মে ২০০৪ | |
প্রধানমন্ত্রী | অটল বিহারী বাজপেয়ী |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | পাটনা, বিহার, ভারত | ৯ ডিসেম্বর ১৯৪৬
রাজনৈতিক দল | ভারতীয় জনতা পার্টি |
দাম্পত্য সঙ্গী | পুনম সিনহা (বি.১৯৮০) |
সন্তান | সোনাক্ষী সিনহা লাভ সিনহা কুশ সিনহা |
পিতামাতা | স্বর্গীয় বি.পি সিনহা [1] |
প্রাক্তন শিক্ষার্থী | ফ্লিম এন্ড মিডিয়া বিশ্ববিদ্যালয়, পুনে |
পেশা | অভিনেতা, রাজনীতিবিদ |
ধর্ম | হিন্দু |
ডাকনাম | শর্টগান শএু |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.