লোহারদাগা জেলা

ঝাড়খণ্ডের একটি জেলা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

লোহারদাগা জেলা

লোহারদাগা জেলা পূর্ব ভারতে অবস্থিত ঝাড়খণ্ড রাজ্যের ২৪ টি জেলার একটি৷ ১ই জ্যৈষ্ঠ ১৩৯০ বঙ্গাব্দে(১৬ই মে ১৯৮৩ খ্রিষ্টাব্দে) পুর্বতন রাঁচি জেলা থেকে নতুন জেলাটি গঠন করা হয়৷ জেলাটি ঝাড়খণ্ডের দক্ষিণে অবস্থিত দক্ষিণ ছোটনাগপুর বিভাগের উত্তরভাগে অবস্থিত৷ জেলাটির জেলাসদর লোহারদাগা শহরে অবস্থিত এবং একটি মাত্র লোহারদাগা মহকুমা নিয়ে গঠিত৷

দ্রুত তথ্য লোহারদাগা জেলা, দেশ ...
লোহারদাগা জেলা
ঝাড়খণ্ডের জেলা
Thumb
ঝাড়খণ্ডে লোহারদাগার অবস্থান
দেশভারত
রাজ্যঝাড়খণ্ড
প্রশাসনিক বিভাগদক্ষিণ ছোটনাগপুর বিভাগ
সদরদপ্তরলোহারদাগা
তহশিল
সরকার
  বিধানসভা আসন
আয়তন
  মোট১,৫০২ বর্গকিমি (৫৮০ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
  মোট৪,৬১,৭৯০
  জনঘনত্ব৩১০/বর্গকিমি (৮০০/বর্গমাইল)
জনতাত্ত্বিক
  সাক্ষরতা৬৭.৬১ শতাংশ
  লিঙ্গানুপাত৯৭০
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট
বন্ধ
Thumb
খাকপরতা মন্দির

নামকরণ

মুঘলসম্রাট আকবর সম্বন্ধীয় আইন-ই-আকবরি বইতে এই জায়গাটির নাম কিসমতে লোহারদাগা বলে উল্লেখ করা হয়েছে৷ হিন্দী ভাষা অনুযায়ী দাগা শব্দের অর্থ কেন্দ্র যা প্রতুল উৎস৷ স্বভাবতঃই লোহারদাগা শব্দের অর্থ লৌহখনির ভান্ডার৷[]

ইতিহাস

ঐতিহাসিক আন্দোলন

ভূপ্রকৃৃতি

অর্থনীতি

অবস্থান

জেলাটির উত্তরে ঝাড়খণ্ড রাজ্যের লাতেহার জেলাজেলাটির উত্তর পূর্বে(ঈশান), জেলাটির পূর্বে , দক্ষিণ পূর্বে(অগ্নি) ঝাড়খণ্ড রাজ্যের রাঁচি জেলাজেলাটির দক্ষিণে, দক্ষিণ পশ্চিমে(নৈঋত), পশ্চিমে ঝাড়খণ্ড রাজ্যের গুমলা জেলাজেলাটির উত্তর পশ্চিমে(বায়ু) ঝাড়খণ্ড রাজ্যের লাতেহার জেলা[]

জেলাটির আয়তন ১৫০২ বর্গ কিমি৷ রাজ্যের জেলায়তনভিত্তিক ক্রমাঙ্ক ২৪ টি জেলার মধ্যে তম৷ জেলার আয়তনের অনুপাত ঝাড়খণ্ড রাজ্যের ১.৮৮%৷

ভাষা

লোহারদাগা জেলায় প্রচলিত ভাষাসমূহের পাইচিত্র তালিকা নিম্নরূপ -

২০১১ অনুযায়ী লোহারদাগা জেলার ভাষাসমূহ[]
  1. কুরুখ/ওরাওঁ (৩৮.৯৬%)
  2. নাগপুরি-সাদরি (৩৩.১৭%)
  3. উর্দু (১৩.৮৭%)
  4. হিন্দী (১২.৬৯%)
  5. মুন্ডারি (০.৭%)
  6. অন্যান্য (০.৬১%)

ধর্ম

জনসংখ্যার উপাত্ত

মোট জনসংখ্যা ৩৬৪৫২১(২০০১ জনগণনা) ও ৪৬১৭৯০(২০১১ জনগণনা)৷ রাজ্যে জনসংখ্যাভিত্তিক ক্রমাঙ্ক ২৪ টি জেলার মধ্যে ২৪তম৷ ঝাড়খণ্ড রাজ্যের ১.৪০% লোক লোহারদাগা জেলাতে বাস করেন৷ জেলার জনঘনত্ব ২০০১ সালে ২৪৩ ছিলো এবং ২০১১ সালে তা বৃদ্ধি পেয়ে ৩০৭ হয়েছে জেলার জনসংখ্যা বৃদ্ধির হার ২০০১-২০১১ সালের মধ্যে জনসংখ্যা বৃৃদ্ধির হার ২৬.৬৮% , যা ১৯৯১-২০১১ সালের ২৬.১৮% বৃদ্ধির হারের থেকে বেশি৷ জেলাটিতে লিঙ্গানুপাত ২০১১ অনুযায়ী ৯৮৫(সমগ্র) এবং শিশু(০-৬ বৎ) লিঙ্গানুপাত ৯৭০৷[]

নদনদী

পরিবহন ও যোগাযোগ

পর্যটন ও দর্শনীয় স্থান

ঐতিহ্য ও সংস্কৃতি

শিক্ষা

জেলাটির স্বাক্ষরতা হার ৫৩.৫৮%(২০০১) তথা ৬৭.৬১%(২০১১)৷ পুরুষ স্বাক্ষরতার হার ৬৭.২৮%(২০০১) তথা ৭৭.৪১%(২০১১)৷ নারী স্বাক্ষরতার হার ৩৯.৬৪%(২০০১) তথা ৫৭.৬৯% (২০১১)৷ জেলাটিতে শিশুর অনুপাত সমগ্র জনসংখ্যার ১৬.৬৯%৷[]

প্রশাসনিক বিভাগ

সীমান্ত

বিশিষ্ট ব্যক্তিবর্গ

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.