লিওনেল জস্প্যাঁ[ক] (ফরাসি: Lionel Jospin ল্য়নেল্ জস্প্যেঁ) (জন্ম জুলাই ১২, ১৯৩৭) ১৯৯৭ থেকে ২০০২ সাল পর্যন্ত ফ্রান্সের প্রধানমন্ত্রী ছিলেন।
লিওনেল জস্প্যাঁ | |
---|---|
ফ্রান্সের প্রধানমন্ত্রী ড | |
কাজের মেয়াদ ২ জুন ১৯৯৭ – ৬ মে ২০০২ | |
রাষ্ট্রপতি | জাক শিরাক |
পূর্বসূরী | আল্যাঁ জুপে |
উত্তরসূরী | জঁ-পিয়ের রাফারাঁ |
সাংবিধানিক কাউন্সিলের সদস্য | |
কাজের মেয়াদ ৬ জানুয়ারী ২০১৫ – ১১ মার্চ ২০১৯ | |
নিয়োগদাতা | ক্লড বার্টলোন |
পূর্বসূরী | জ্যাক ব্যারোট |
উত্তরসূরী | আলেন জুপা |
সমাজতান্ত্রিক দলের প্রথম সচিব | |
কাজের মেয়াদ ১৪ অক্টোবর ১৯৯৫ – ২ জুন ১৯৯৭ | |
পূর্বসূরী | হেনরি এমানুয়েলি |
উত্তরসূরী | ফ্রঁসোয়া ওলঁদ |
কাজের মেয়াদ ২৪ জানুয়ারী ১৯৮১ – ১৪ মে ১৯৮৮ | |
পূর্বসূরী | ফ্রঁসোয়া মিতেরঁ |
উত্তরসূরী | পিয়েরে মৌরয় |
জাতীয় শিক্ষামন্ত্রী | |
কাজের মেয়াদ ১২ মে ১৯৮৮ – ২ এপ্রিল ১৯৯২ | |
প্রধানমন্ত্রী | মিশেল রকার্ড ডিথ ক্রিসন |
পূর্বসূরী | রেনো মনরি |
উত্তরসূরী | জ্যাক ল্যাং |
ক্রীড়ামন্ত্রী | |
কাজের মেয়াদ ১০ মে ১৯৮৮ – ১৬ মে ১৯৯১ | |
প্রধানমন্ত্রী | মিশেল রকার্ড |
পূর্বসূরী | অ্যালেন ক্যালমেট |
উত্তরসূরী | ফ্রেডেরিক ব্রাডিন |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | মিউডন, হাউস-ডি-সাইন, ফ্রান্স | ১২ জুলাই ১৯৩৭
রাজনৈতিক দল | সমাজতান্ত্রিক পার্টি |
দাম্পত্য সঙ্গী | ইলিশাবেথ ড্যানেনমুলার (ডিভ). সিলভিয়ান অ্যাগাসিনস্কি |
সন্তান | ইভা হুগো |
প্রাক্তন শিক্ষার্থী | বিজ্ঞান বিভাগের পো ইকোলে নেশনলে ডি'ডমিনিস্ট্রেশন |
স্বাক্ষর |
পাদটীকা
- এই ফরাসি ব্যক্তিনামটির বাংলা প্রতিবর্ণীকরণে উইকিপিডিয়া:বাংলা ভাষায় ফরাসি শব্দের প্রতিবর্ণীকরণ-এ ব্যাখ্যাকৃত নীতিমালা অনুসরণ করা হয়েছে।
বহিঃসংযোগ
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.
Remove ads