Remove ads
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
লাহোর বিভাগ পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের একটি প্রশাসনিক বিভাগ। ২০০০ সালের পূর্বে বিভাগটি ৪টি জেলা নিয়ে গঠিত হয়েছিল - কসুর জেলা, লাহোর জেলা, নানকানা সাহেব জেলা এবং শেইখুপুরা জেলা। ২০০০ সালের পূর্ববর্তী সময়ে, সরকারের অধীনে সংস্কারের এক পর্যায়ে এসে বিভাগটি বিলুপ্ত ঘোষণা করা হলেও ২০০০ সালের পরবর্তী সময়ে বিভাগটি পূর্বাবস্থায় ফিরিয়ে নেওয়া হয়। যাহোক, পুনরুদ্ধারকৃত লাহোর বিভাগটি শুধুমাত্র কসুর জেলা ও লাহোর জেলা অন্তর্ভুক্ত ছিল এবং নানকানা সাহেব জেলা ও শেইখুপুরা জেলার সমন্বয়ে একটি নতুন বিভাগ শেইখুপুরা বিভাগ গঠন করা হয়েছিল।[2][3][4]
লাহোর বিভাগ Lahore Division | |
---|---|
জেলা | লাহোর কসুর |
আয়তন | |
• মোট | ৫,৭৬৭ বর্গকিমি (২,২২৭ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১৭)[1] | |
• মোট | ১,৪৫,৮১,২৮১ |
• জনঘনত্ব | ২,৫০০/বর্গকিমি (৬,৫০০/বর্গমাইল) |
জাতীয় পরিষদ আসন (২০১৮) | মোট(১৮)
|
পাঞ্জাব পরিষদ আসন (২০১৮) | মোট (৩৯)
|
লাহোর বিভাগটি মূলত ব্রিটিশ ভারতের পাঞ্জাব প্রদেশের প্রশাসনিক বিভাগ ছিল। এটি হিমালয় থেকে মুলতান পর্যন্ত সুটলেজ নদীর ডান তীর বরাবর বিস্তৃত এবং শিয়ালকোট জেলা, গুজরানওয়ালা জেলা, লাহোর জেলা, অমৃতসর জেলা, গুরুদাসপুর জেলা ও গুজরাত জেলা সহ মোট ৬টি জেলা নিয়ে গঠন করা হয়। বিভাগের মোট এলাকা ছিল ৪৪,৪৩০ কিমি২ (১৭,১৫৪ মা২) এবং ১৯০১ সালের ভারতের আদমশুমারি অনুযায়ী হিসাব অনুযায়ী জনসংখ্যার ছিল প্রায় ৫,৫৯৮,৪৬৩ জন এর মত।[5]
বিভাগটিতে ৬টি জেলা ছিল:[5]
জেলা | এলাকা (বর্গমাইল) |
জনসংখ্যা (১৯০১ সালের আদমশুমারি পরিসংখ্যান) |
ভূমি রাজস্ব ও শুল্ক (হাজার টাকা) |
---|---|---|---|
গুজরাত | ৪,৭৭১ | ৪৯৭,৭০৬ | ৬,৯০ |
লাহোর | ৩,৭০৪ | ১,১৬২,১০৯ | ১২,৫৫ |
অমৃতসর | ১,৬০১ | ১,০২৩,৮২৮ | ১৪,৫৪ |
গুরুদাসপুর | ১,৮৮৯ | ৯৪০,৩৩৪ | ১৭,৭২ |
শিয়ালকোট | ১,৯৯১ | ১,০৮৩,৯০৯ | ১৭,২৭ |
গুজরানওয়ালা | ৩,১৯৮ | ৮৯০,৫৫৭ | ১২,৮৯ |
মোট | ১৭,১৫৪ | ৫,৫৯৮,৪৬৩ | ৮১,৮৭ |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.