লাসবেলা জেলা
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
লাসবেলা (উর্দু এবং বেলুচি: لسبیلہ) পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের একটি উপকূলীয় জেলা। ১৯৫৪ সালের ৩০ জুন তারিখে জেলাটি কালাত বিভাগের একটি পৃথক জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। উথাল হচ্ছে জেলাটির প্রধান সদর দপ্তর। জেলাটি মোট ৫টি তহসিল এবং ২২ টি ইউনিয়ন পরিষদে বিভক্ত হয়ে গঠিত হয়েছে।
লাসবেলা জেলা Lasbela District ضلع لسبیلہ | |
---|---|
জেলা | |
মানচিত্রে লাসবেলা জেলাকে লাল রং দ্বারা চিহ্নিত করা হয়েছে | |
স্থানাঙ্ক: ২০°১৩′৩৮″ উত্তর ৬৬°১৮′২২″ পূর্ব | |
দেশ | পাকিস্তান |
প্রদেশ | বেলুচিস্তান |
প্রতিষ্ঠাকাল | জুন ১৯৫৪[1] |
রাজধানী | উথাল |
আয়তন | |
• মোট | ১২,৫৭৪ বর্গকিমি (৪,৮৫৫ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১৭)[2] | |
• মোট | ৫,৭৪,২৯২ |
• জনঘনত্ব | ৪৬/বর্গকিমি (১২০/বর্গমাইল) |
সময় অঞ্চল | পিএসটি (ইউটিসি+৫) |
তহসিলের সংখ্যা | ৫ |
ওয়েবসাইট | www.lasbeladistrictgovt.com |
প্রশাসনিকভাবে লাসবেলা জেলাটিতে ৫টি তহসিল এবং ২২ টি ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত হয়ছে। নিম্নে নামগুলি তুলে ধরা হলো:[3]
ইউনিয়ন পরষদের নাম নিম্নে দেওয়া হলঃ
তহসিল বেলা
তহসিল উথাল
তহসিল হাব
তহসিল দুরেজি
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.