লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কুমিল্লা জেলার লাকসাম উপজেলায় অবস্থিত একটি স্বনামধন্য বিদ্যালয়। এটি কুমিল্লা জেলার বৃহত্তর শিক্ষাপ্রতিষ্ঠানগুলির মধ্যে অন্যতম। এখানে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর পর্যন্ত শিক্ষাদান করা হয়। এটি লাকসাম পৌরসভার নতুন সড়কে অবস্থিত।[1]

দ্রুত তথ্য লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, অবস্থান ...
লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়
Thumb
অবস্থান
Thumb
বাজার রোড, লাকসাম,

,
স্থানাঙ্ক২৩°১৪.৮′ উত্তর ৯১°৭.৭′ পূর্ব
তথ্য
ধরনসরকারি
প্রতিষ্ঠাকাল১৯২৩
প্রতিষ্ঠাতাঅতুল কৃষ্ণ রায় চৌধুরী,নবীন কৃষ্ণ রায় চৌধুরী, চন্দ্র কুমার রায় চৌধুরী ও জিতেন্দ্র কৃষ্ণ রায় চৌধুরী।
অধ্যক্ষকে বি এম মাহবুবুর রহিম (ভারপ্রাপ্ত)
শিক্ষার্থী সংখ্যা১৭০০
ভাষাবাংলা
ক্যাম্পাসের ধরনশহর
রংসাদা, কালো   
ক্রীড়াফুটবল
শিক্ষা বোর্ডকুমিল্লা শিক্ষাবোর্ড
ওয়েবসাইটwww.lpmhs.edu.bd
বন্ধ

ইতিহাস

লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় (সাবেক অতুল হাই স্কুল) ১৯২৩ সালে যুগের প্রয়োজনে তৎকালীন সময়ের প্রয়াত প্রধান শিক্ষক বাবু গুরম্ননাথ মিত্রের উদ্যোগে এবং তখনকার প্রভাবশালী জমিদার মাতা যশোধা রানী চৌধুরানীর সুযোগ্য তিন পুত্র অতুল কৃষ্ণ রায় চৌধুরী, নবীন কৃষ্ণ রায় চৌধুরী ও চন্দ্র কুমার রায় চৌধুরীর যৌথ উদ্যোগ ও ঐকান্তিক সহযোগিতায় এই ঐতিহ্যবাহী বিদ্যালয়টি কুমিল্লা জেলার অন্তর্গত লাকসাম উপজেলার প্রাণকেন্দ্রে প্রতিষ্ঠিত হয়।

ভূগোল

কুমিল্লা জেলার লাকসাম উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত এই ঐতিহ্যবাহী বিদ্যালয়টি লাকসাম বাজার ও লাকসাম বাইপাসের কাছে নিউ রোডে অবস্থিত।[2][3]

একাডেমিক

একাডেমিক শিক্ষায় লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় দুই ভাগে বিভক্ত। প্রথম অংশ ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী, এবং দ্বিতীয় অংশ নবম-দশম শ্রেণী পর্যন্ত হয়।[4] এনসিটিবি পাঠ্যক্রম উন্নয়ন এবং আদর্শ পাঠ্যপুস্তক প্রকাশের দায়িত্বে রয়েছে।

লাকসাম লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ৫ বছরের একাডেমিক স্কুল পর্বে ২টি বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করে:[5]

  1. নিম্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (জেএসসি) (৮ম শ্রেণী)
  2. মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) (১০ম শ্রেণী)

উভয় পরীক্ষা মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা বোর্ড (বিআইএসই) দ্বারা পরিচালিত হয়।

ক্রেডিট সিস্টেম এবং গ্রেডিং স্কেল

লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ব্যবহার গ্রেড পয়েন্ট গড় (জিপিএ)[6][7]

আরও তথ্য সাংখ্যিক গ্রেড, লেটার গ্রেড (এলজি) ...
লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের গ্রেডিং সিস্টেম
সাংখ্যিক গ্রেড লেটার গ্রেড (এলজি) গ্রেড পয়েন্ট
৮০%-১০০% A+
৭০%-৭৯% A
৬০%-৬৯% A- ৩.৫
৫০%-৫৯% B
৪০%-৪৯% C
৩৩%-৩৯% D
০০%-৩২% F
বন্ধ

ফলাফল

আরও তথ্য পরীক্ষার ধরন, গড় পাসের হার ...
গড় বোর্ড পরীক্ষার পাসের হার[5]
পরীক্ষার ধরন গড় পাসের হার
জেএসসি ১০০%
এসএসসি/সমমান ৯৮.৪৪%
বন্ধ

চিত্রশালা

তথ্যসূত্র

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.