রোশন কুমারী ফকির মোহাম্মদ একজন ভারতীয় ধ্রুপদী নৃত্যশিল্পী, অভিনেতা এবং নৃত্য পরিচালক, যাঁকে অনেকে কত্থকে ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের অন্যতম প্রধান প্রকাশক হিসাবে বিবেচনা করেন। [1][2] তিনি জয়পুর ঘরানা অনুসরণ করেন এবং মুম্বইয়ের নৃত্য কলা কেন্দ্রের প্রতিষ্ঠাতা, যেটা কত্থক প্রচারক প্রতিষ্ঠান। [3] তিনি ১৯৭৫ সালে সংগীত নাটক অকাদেমি পুরস্কার পেয়েছেন। [4] তিনি ১৯৮৪ সালে ভারতীয় সরকার কর্তৃক ভারতীয় নাগরিকদের জন্য চতুর্থ সর্বোচ্চ সম্মাননা পদ্মশ্রী পেয়েছেন। [5]

দ্রুত তথ্য রোশন কুমারী, জন্ম ...
রোশন কুমারী
জন্ম২৪শে ডিসেম্বর
পেশাধ্রুপদী নৃত্যশিল্পী
অভিনেতা
নৃত্যপরিকল্পক
পরিচিতির কারণকত্থক
পিতা-মাতাফকির মোহাম্মদ
জোহরাবাই আম্বালিওয়ালি
পুরস্কারপদ্মশ্রী
সংগীত নাটক অকাদেমি পুরস্কার
নৃত্য শিরোমনি
নৃত্য বিলাস
বিশ্ব উন্নয়ন সংসদ
মহারাষ্ট্র গৌরব পুরস্কার
কত্থক কেন্দ্র মান পত্র
অল ইন্ডিয়া ভূওয়ালকা পুরস্কার
হনুমন্ত পুরস্কার
বন্ধ

জীবনী

রোশন কুমারী উত্তর ভারতের হরিয়ানা (পূর্ব পাঞ্জাব) রাজ্যের আম্বালায় বড়দিনের প্রাক্কালে (জন্মের বছর অনিশ্চিত) জন্মগ্রহণ করেছিলেন, বিশিষ্ট শাস্ত্রীয় ও নেপথ্য সংগীতশিল্পী চৌধুরী ফকির মোহাম্মদ এবং প্রখ্যাত শাস্ত্রীয় ও নেপথ্য সংগীতশিল্পী জোহরাবাঈ আম্বালেওয়ালী ঘরে। [6] তিনি কে এস মোরের কাছ থেকে কত্থকের মূল বিষয়গুলি শিখেছিলেন এবং সুন্দর প্রসাদের অধীনে মুম্বইয়ের মহারাজ বিন্দাদ্দিন কত্থকের স্কুলে পড়াশোনা চালিয়ে যান। [7] পরে তিনি গোলাম হুসেন খান ও হনুমান প্রসাদের অধীনে প্রশিক্ষণ নেন এবং গোবিন্দরাজ পিল্লাই এবং মহালিঙ্গম পিল্লাইয়ের কাছ থেকে ভরতনাট্যম শিখেছিলেন।

কুমারী রাষ্ট্রপতির ভবনে বিশেষ নৃত্য প্রদর্শন সহ ভারতের অনেক জায়গায় নৃত্য সম্পাদন করেছেন। [2] তিনি জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী, নিকিতা ক্রুশ্চেভ, মিল্টন ওবোট, জর্দানের হুসেন এবং নেপালের রাজার মতো ব্যক্তিত্বের সামনেও নৃত্য প্রদর্শন করেছেন। [6] ১৯৭১ সালে, তিনি মুম্বাইয়ের বান্দ্রায় নৃত্য কলা কেন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন, যেখানে তিনি বেশ কয়েকজন স্বনামধন্য শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিয়েছেন। মুক্তা জোশী, অদিতি ভাগবত,[8] নন্দিতা পুরী,[9] অনন্যা গুহ [10] এবং শায়লা অরোরা [11] তাঁর উল্লেখযোগ্য শিক্ষার্থী।

কুমারী, যিনি একজন চিরকুমারী রয়েছেন, তিনি মুম্বাইয়ে থাকেন।

চলচ্চিত্র জীবনী

১৯৫৩ সালে, বিমল রায় তাঁর চলচ্চিত্র পরিণীতায় একটি কত্থক সম্পাদন করতে কুমারীকে আমন্ত্রন জানিয়েছিলেন। পরের বছর, তিনি নীতীন বোসের ওয়ারিস এবং সোহরাব মোদী পরিচালিত একটি হিন্দি/উর্দু দ্বিভাষিক, মির্জা গালিব চলচ্চিত্রে নৃত্য প্রদর্শন করেছিলেন। তাঁর পরবর্তী উপস্থিতি ছিল ১৯৫৬ সালে রাজা নওয়াতে নির্মিত বাসন্ত বাহার চলচ্চিত্রে। সত্যজিৎ রায়, প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র নির্মাতা, তাঁর ১৯৫৮ সালের চলচ্চিত্র জলসাঘরে একটি নৃত্য ক্রম রেখেছিলেন। ১৯৭০ সালে, ভারত সরকারের চলচ্চিত্র বিভাগ কত্থকের ইতিহাস ও অনুশীলনের উপর একটি তথ্যচিত্র প্রকাশ করেছিল, এতে রোশন কুমারী ছাড়াও দময়ন্তী যোশী, উমা শর্মা, সুদর্শন ধীর এবং শম্ভু মহারাজের মতো উল্লেখযোগ্য কত্থকের উপস্থাপনা ছিল। [12] পরে তিনি গোপী, লেকিন ... (১৯৯০), চৈতালী (১৯৭৫) এবং সরদারি বেগম (১৯৯৬) এর মতো হিন্দি ফিচার চলচ্চিত্রগুলিতেও নৃত্যপরিচালক হিসাবে কাজ করেছিলেন।

পুরস্কার এবং সম্মাননা

কুমারী ১৯৬৩ সালের দ্বাদশ সর্ব ভারতীয় সংগীত সম্মেলনে প্রয়াগ সঙ্গীত সমিতি থেকে নৃত্য শিরোমণি উপাধি লাভ করেন[2] এবং সংগীত নাটক অকাদেমি পুরস্কার পান ১৯৭৬ সালে। [4] এক বছর পরে সুর সিঙ্গার সংসদ তাঁকে নৃত্য বিলাস সম্মান দিয়েছিল। [6] ভারত সরকার তাকে ১৯৮৪ সালে পদ্মশ্রী চতুর্থ সর্ব্বোচ্চ বেসামরিক পুরষ্কারে সম্মানিত করে [5] এবং পশ্চিমবঙ্গ সরকার ১৯৮৯ সালে তাঁকে বিশ্ব উন্নয়ন সংসদ পুরস্কারে ভূষিত করে। তিনি ১৯৯০ সালে মহারাষ্ট্র সরকার থেকে মহারাষ্ট্র গৌরব পুরস্কার এবং ১৯৯৩ সালে জয়পুরের কত্থক কেন্দ্র থেকে মান পাত্র সম্মান লাভ করেছিলেন। কুমারী, ভারত সরকারের ইমেরিটাস ফেলো, সর্ব ভারতীয় ভূওয়ালকা পুরস্কার (২০০৫) এবং হনুমন্ত পুরস্কার (২০০৮) প্রাপকও।

চলচ্চিত্রের তালিকা

  • পরিণীতা (১৯৫৩) - অভিনেতা
  • ওয়ারিস (১৯৫৪) - অভিনেতা
  • মির্জা গালিব (১৯৫৪) - অভিনেতা
  • বসন্ত বাহার (১৯৫৬) - অভিনেতা
  • জলসাঘর (১৯৫৮) - অভিনেতা
  • গোপি (১৯৭০) - নৃত্য পরিচালক
  • চৈতালী (১৯৭৫) - নৃত্য পরিচালক
  • লেকিন ... (১৯৯০) - নৃত্য পরিচালক
  • সরদারী বেগম (১৯৯৬) - নৃত্য পরিচালক

আরো দেখুন

তথ্যসূত্র

আরও পড়ুন

বহিঃসংযোগ

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.