Loading AI tools
তিনি বর্তমানে ডব্লিউ ডব্লিউ ই এর র ( raw) নারী চাম্পিয়ন। উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
রোন্ডা জেন রাউজি (ইংরেজি: Ronda Jean Rousey) (জন্ম: ফেব্রুয়ারি ১, ১৯৮৭) হলেন একজন আমেরিকার মিশ্র মার্শাল আর্টিস্ট, জুডো খেলোয়াড়, WWE ডাব্লিউ ডাব্লিউ ই সুপারস্টার এবং অভিনেত্রী। তিনি প্রথম আমেরিকান নারী হিসেবে ২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে জুডোতে পদক জয়লাভ করেন। তিনি সাবেক ইউএফসি নারী ব্যান্টামওয়েট চ্যাম্পিয়ন এবং সর্বশেষ স্ট্রাইকফোর্স নারী ব্যান্টামওয়েট চ্যাম্পিয়ন। তিনি টানা ১২টি মিশ্র মার্শাল আর্টস ম্যাচে অপরাজিত ছিলেন, এর মধ্যে ৬টি ছিল ইউএফসিতে। তিনি হলি হোমের কাছে হেরে ইউএফসিতে তার একমাত্র হারের স্বাদ গ্রহণ করেন। তিনি ঐ ১২টি খেলার ১১টিতে জয়লাভ করেন প্রথম রাউন্ডে, এর মধ্যে ৯টি ছিল আর্মবারের মাধ্যমে। রাউজি গকর হায়াস্টান একাডেমীর গকর চিভিচ্যান এবং গ্লেনডেল ফাইটিং ক্লাবের এডমণ্ড তারভারড্যানের কাছ হতে প্রশিক্ষণ গ্রহণ করেন।[৪] তিনি ২০১৫ সালে গুগলে সবচেয়ে বেশি খোঁজা মানুষদের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেন।[৫]
রোন্ডা রাউজি | |
---|---|
জন্ম | রোন্ডা জেন রাউজি ফেব্রুয়ারি ১, ১৯৮৭ রিভারসাইড, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র |
অন্য নাম | রাউডি |
বাসস্থান | ভেনিস, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র |
জাতীয়তা | আমেরিকান |
উচ্চতা | ৫ ফু ৭ ইঞ্চি (১৭০ সেমি)[১] |
ওজন | ১৩৫ পা (৬১ কেজি; ৯.৬ স্টো)[১] |
বিভাগ | ফেদারওয়েট (২০১১) ব্যান্টামওয়েট (২০১২–বর্তমান) |
নাগাল | ৬৮.০ ইঞ্চি (১৭৩ সেমি)[২] |
শৈলী | জুডো |
দল | গ্লেনডেল ফাইটিং ক্লাব গকর হায়াস্টান একাডেমী এসকে গোল্ডেন বয়েজ ১০ম প্ল্যানেট জিউ জিতসু |
প্রশিক্ষক | আঁকড়িয়ে ধরা: জেন লেবেল, রেনার গ্রাসি, গকর চিভিচ্যান, এনমারিয়া দে মার্স মুষ্টিযুদ্ধ: এডমণ্ড তারভারড্যান |
পদবী | জুডোতে ৪র্থ পর্যায়ের ব্ল্যাক বেল্ট[৩] |
কার্যকাল | ২০১১–বর্তমান |
ওয়েবসাইট | অফিসিয়াল ওয়েবসাইট |
মে ২০১৫ সালে দুইটি ম্যাগাজিন রোন্ডাকে সবচেয়ে "প্রভাবশালী" সক্রিয় ক্রীড়াবিদ হিসেবে স্বীকৃতি দেয়।[৬][৭][৮] একই বছরের সেপ্টেম্বরে ইএসপিএনের অনলাইন ভিত্তিক একটি ভোটে ভোটাররা তাকে "সর্বকালের শ্রেষ্ঠ নারী ক্রীড়াবিদ" নির্বাচিত করে।[৯] সেই মাসেই তিনি দাবি করেন যে তিনি ইউএফসিতে নারী এবং পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া যোদ্ধা।[১০][১১] তিনি ২০১৪ সালে দ্য এক্সপেনডেবলস ৩-এর মাধ্যমে অভিনয়য়ের জগতে পদার্পণ করেন।[১২] সেই সাথে ২০১৫ সালের ফিউরিয়াস ৭[১৩] এবং এনটারেজ-এর মতো চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন।
মার্চ ২০১৬ অনুযায়ী রোন্ডা ইউএফসি নারী ব্যান্টামওয়েটের ২ নম্বর এবং শারডগের মতে ৩ নম্বর যোদ্ধা।[১৪][১৫] শারডগ এবং ফাইট ম্যাট্রিক্স তাকে নারী মিশ্র মার্শাল আর্টিস্টদের মধ্যে ৪ নম্বর পাউন্ড-প্রতি-পাউন্ড যোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়েছে।[১৬][১৭]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.