Remove ads
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
রেচেল জেগলার (ইংরেজি: Rachel Zegler; জন্ম: ৩ মে ২০০১) একজন মার্কিন অভিনেত্রী ও গায়িকা। তিনি স্টিভেন স্পিলবার্গের ওয়েস্ট সাইড স্টোরি (২০২১)-এ অভিনয়ের মধ্য দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে এবং এই চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেন ও সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন। তিনি ২০২৩ সালে শাজাম! ফিউরি অব দ্য গডস চলচ্চিত্রে অ্যান্থেইয়া এবং দ্য হাঙ্গার গেমস: দ্য ব্যালাড অব সংবার্ডস অ্যান্ড স্নেকস চলচ্চিত্রে লুসি গ্রে বেয়ার্ড চরিত্রে অভিনয় করেন।
রেচেল জেগলার | |
---|---|
ইংরেজি: Rachel Zegler | |
জন্ম | হ্যাকেনস্যাক, নিউ জার্সি, মার্কিন যুক্তরাষ্ট্র | ৩ মে ২০০১
পেশা |
|
কর্মজীবন | ২০১৫-বর্তমান |
জেগলার ২০০১ সালের ৩রা মে নিউ জার্সি অঙ্গরাজ্যের হ্যাকেনস্যাকে জন্মগ্রহণ করেন।[১] তার নামকরণ করা হয় ফ্রেন্ডস টিভি ধারাবাহিকের রেচেল গ্রিন চরিত্রের নাম অনুসারে।[২] তার পিতা ক্রেইগ জেগলার ও মাতা জিনা জেগলার।[৩] তার পিতা পোলীয় বংশোদ্ভূত।[৪][৫] তার মাতা কলম্বীয় বংশোদ্ভূত। তার মাতামহী ১৯৬০-এর দশকে কলম্বিয়ার বারানকিল্লা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে আসেন।[৬] তার একজন বড় বোন রয়েছে, যার নাম জ্যাকলিন।[৭]
জেগলার নিউ জার্সির ক্লিফটনে বেড়ে ওঠেন। সেখানে তিনি সেন্ট ফিলিপ দ্য অ্যাপোস্টল প্রিপারেটরি স্কুলে পড়াশোনা করেন।[৮] এরপর তিনি ক্যাথলিক বালিকা কলেজ প্রিপারেটরি ইমাক্যুলেট কনসেপশন হাই স্কুল থেকে ২০১৯ সালে পড়াশোনা সমাপ্ত করেন।[৯]
বছর | চলচ্চিত্রের শিরোনাম | চরিত্র | টীকা |
---|---|---|---|
২০২১ | ওয়েস্ট সাইড স্টোরি | মারিয়া | |
২০২৩ | শাজাম! ফিউরি অব দ্য গডস | অ্যান্থেইয়া | |
দ্য হাঙ্গার গেমস: দ্য ব্যালাড অব সংবার্ডস অ্যান্ড স্নেকস | লুসি গ্রে বেয়ার্ড | ||
২০২৪ | স্পেলবাউন্ড | প্রিন্সেস এলিয়ান | কণ্ঠ, নির্মাণাধীন |
2025 | স্নো হোয়াইট | Snow White | নির্মাণাধীন |
আসন্ন | ওয়াইটুকে | ঘোষিত হবে | নির্মাণাধীন |
এখনও মুক্তি পায়নি এমন চলচ্চিত্র বোঝায় |
গানের নাম | অ্যালবাম |
---|---|
দ্য হাঙ্গার গেমস: দ্য ব্যালাড অব সংবার্ডস অ্যান্ড স্নেকস |
|
ওয়েস্ট সাইড স্টোরি |
|
গানের নাম | বছর | চার্টে শীর্ষে অবস্থান | অ্যালবাম |
---|---|---|---|
নিউজিল্যান্ড হট [১০] | |||
"লেট মি ট্রাই" | ২০২১ | — | non-album single |
"ব্যালকনি সিন (টুনাইট)" (অ্যান্সেল এলগর্টের সাথে) |
— | ওয়েস্ট সাইড স্টোরি | |
"দ্য হ্যাঙ্গিং ট্রি" | ২০২৩ | ১৯ | দ্য হাঙ্গার গেমস: দ্য ব্যালাড অব সংবার্ডস অ্যান্ড স্নেকস |
"দ্য ব্যালাড অব লুসি গ্রে বেয়ার্ড" | ১২ |
গানের নাম | বছর | চার্টে শীর্ষে অবস্থান | অ্যালবাম |
---|---|---|---|
নিউজিল্যান্ড হট [১০] | |||
"নাথিং ইউ ক্যান টেক ফ্রম মি" (বুট-স্টম্পিন' ভার্শন) (দ্য কোভি ব্যান্ডের সাথে) |
২০২৩ | ১৩ | দ্য হাঙ্গার গেমস: দ্য ব্যালাড অব সংবার্ডস অ্যান্ড স্নেকস |
"পিউর অ্যাজ দ্য ড্রাইভেন স্নো" (দ্য কোভি ব্যান্ডের সাথে) |
২২ |
শিরোনাম | বছর | অন্যান্য শিল্পী(গণ) | অ্যালবাম |
---|---|---|---|
"ডেজ ফ্রম লং অ্যাগো" | ২০২১ | আলেয়ান্দ্রো রদ্রিগেজ, আন্না এবেসন, শাকিনা নেফ্যাক, সোলেয়া ফাইফার | #আইরাইটমিউজিক্যালস: মিউজিক্যাল থিয়েটার সংরাইটিং চ্যালেঞ্জ (২০২০-এর সংস্করণ) |
"ইউর ওয়ার্ল্ড/সেফ" | অ্যালেক্সিয়া সিয়েলো, আন্না এবেসন, অ্যানা জ্যাকবস, হেনরি কার্টার, জ্যারেড গোল্ডস্মিথ, জেসন গোটে, নিক কার্টেল | ||
"রে'স থিম" | প্রযোজ্য নয় | দ্য জর্জ লুকাস টক শো অরিজিনাল লাইভস্ট্রিম সিরিজ সাউন্ডট্র্যাক অ্যালবাম অন ভিনাইল | |
"মাইল অ্যাওয়ে" | ২০২৩ | জর্জ ওয়াটস্কি | ইনটেনশন |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.