রিয়াল ক্লাব দেপোর্তিভো মায়োর্কা (স্পেনীয় উচ্চারণ: [reˈal ˈkluβ ðepoɾˈtiβo maˈʎoɾka], কাতালান: Reial Club Deportiu Mallorca [rəˈjal ˈklub dəpuɾˈtiw məˈʎɔɾkə]; সাধারণত রয়্যাল স্পোর্টিং ক্লাব মায়োর্কা, আরসিডি মায়োর্কা অথবা শুধুমাত্র মায়োর্কা নামে পরিচিত) হচ্ছে পালমা ভিত্তিক একটি স্পেনীয় পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে স্পেনের শীর্ষ স্তরের ফুটবল লিগ লা লিগায় খেলে। এই ক্লাবটি ১৯১৬ সালের ৫ মার্চ তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। আরসিডি মায়োর্কা তাদের সকল হোম ম্যাচ পালমার এস্তাদি দে সন মইসে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ২৩,১৪২। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন হাভিয়ের আগিরে এবং সভাপতির দায়িত্ব পালন করছেন অ্যান্ডি কোলবার্গ। বর্তমানে স্পেনীয় মধ্যমাঠের খেলোয়াড় আন্তোনিও রাইয়ো এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।[২][৩]

দ্রুত তথ্য পূর্ণ নাম, ডাকনাম ...
মায়োর্কা
Thumb
পূর্ণ নামরিয়াল ক্লাব দেপোর্তিভো মায়োর্কা
ডাকনামলস বেরমেয়োনেস (সিন্দূর)
এলস বাররালেতস (বাররালেত)
লা এনসাইমাদা মেকানিকা (যান্ত্রিক এনসাইমাদা)
প্রতিষ্ঠিত মার্চ ১৯১৬; ১০৮ বছর আগে (1916-03-05) আলফোনসো ত্রয়োদশ ফুট-বল ক্লাব হিসেবে
মাঠএস্তাদি দে সন মইস, পালমা, মায়োর্কা
বালেরারিক দ্বীপ, স্পেন
ধারণক্ষমতা২৩,১৪২[১]
মালিকমার্কিন যুক্তরাষ্ট্র রবার্ট সার্ভার
সভাপতিমার্কিন যুক্তরাষ্ট্র অ্যান্ডি কোলবার্গ
প্রধান কোচস্পেন হাভিয়ের আগিরে
লিগলা লিগা
২০২২–২৩৯ম
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম
বন্ধ

ঘরোয়া ফুটবলে, আরসিডি মায়োর্কা এপর্যন্ত ৬টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ১টি কোপা দেল রে শিরোপা, ১টি স্পেনীয় সুপার কাপ, ২টি সেহুন্দা ডিভিশন শিরোপা এবং ২টি সেহুন্দা ডিভিশন বি শিরোপা রয়েছে। অন্যদিকে ইউরোপীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায়, আরসিডি মায়োর্কার সবচেয়ে বড় সাফল্য হচ্ছে ১৯৯৮–৯৯ উয়েফা কাপ উইনার্স কাপের ফাইনালে পৌঁছানো, যেখানে তারা লাৎসিয়োর কাছে ২–১ গোলের ব্যবধানে হেরেছিল।

অর্জন

ঘরোয়া

চ্যাম্পিয়ন (১): ২০০২–০৩
রানার-আপ (২) ১৯৯০–৯১, ১৯৯৭–৯৮
চ্যাম্পিয়ন (১): ১৯৯৮
রানার-আপ (১) ২০০৩
চ্যাম্পিয়ন (২): ১৯৫৯–৬০, ১৯৬৪–৬৫
  • সেহুন্দা ডিভিশন বি
চ্যাম্পিয়ন (২): ১৯৮০–৮১, ২০১৭–১৮

আন্তর্জাতিক

রানার-আপ (১): ১৯৯৮–৯৯

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.