উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
রিপাবলিক টিভি হল একটি ফ্রি-টু-এয়ার ভারতীয় ডানপন্থী ইংরেজি ভাষার সংবাদ চ্যানেল যা ২০১৭ সালের মে মাসে চালু হয়।[৫] এটি অর্ণব গোস্বামী এবং রাজীব চন্দ্রশেখর দ্বারা সহ-প্রতিষ্ঠা করা হয়েছিল, তবে ২০১৯ সালের মে মাসে গোস্বামী এ চ্যানেলটির পৃষ্ঠপোষকতা ত্যাগ করেন।[৬]
রিপাবলিক টিভি | |
---|---|
উদ্বোধন | ৬ মে ২০১৭ |
নেটওয়ার্ক | রিপাবলিক মিডিয়া নেটওয়ার্ক |
মালিকানা | অর্নব গোস্বামী এআরজি আউটলাইয়ার মিডিয়া এশিয়ানেট নিউজ |
চিত্রের বিন্যাস | ১০৮০ আই |
দেশ | ভারত |
ভাষা | ইংরেজি |
অধিভুক্ত | রিপাবলিক ভারত |
প্রধান কার্যালয় | মুম্বাই, ভারত |
ভ্রাতৃপ্রতিম চ্যানেল(সমূহ) | রিপাবলিক বাংলা |
ওয়েবসাইট | republicworld |
রিপাবলিক টিভি সরাসরি | Live TV |
রিপাবলিক টিভির বিরুদ্ধে ক্ষমতাসীন বিজেপির পক্ষে পক্ষপাতমূলক প্রতিবেদন এবং ভিন্নমতকে দমিয়ে রাখার অভিযোগ আনা হয়েছে জাল খবর এবং ইসলামভীতি বিষয়ে চ্যানেলটির একাধিক অনুষ্ঠান বিতর্কিত হয়েছিল।[৭][৮][৯] এটি ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি এবং নিউজ ব্রডকাস্টিং স্ট্যান্ডার্ড অথরিটি নিয়ম লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত হয়েছে।[১০][১১] রিপাবলিক টিভির বিরুদ্ধে টিআরপি কেলেঙ্কারির অভিযোগ আনা হয়েছে। অভিযোগটি এ মূহুর্তে মুম্বাই পুলিশ তদন্ত করছে।[১২]
২০১৬ সালের ১ নভেম্বর রিপাবলিক টিভির প্রতিষ্ঠাতা অর্ণব গোস্বামী সম্পাদকীয় পার্থক্য, স্বাধীনতার অভাব এবং নিউজরুমের রাজনীতির কারণে টাইমস নাউ চ্যানেলের সম্পাদক পদ থেকে পদত্যাগ করেন।[১৩][১৪] তিনি পরবর্তীতে রিপাবলিক টিভি নামের টেলিভিশন চ্যানেল প্রতিষ্ঠার ঘোষণা দেন।[১৫]
চ্যানেলটি ২০১৭ সালের ৬ মে ফ্রি-টু এয়ার টেলিভিশন চ্যানেল হিসেবে প্রতিষ্ঠিত হয়।[১৬] ২০১৯ সালের ২ ফেব্রুয়ারি প্রতিষ্ঠানটি হিন্দি ভাষার টেলিভিশন চ্যানেল প্রজাতন্ত্র[১৭] ও ২০২১ সালের ৭ মার্চ রিপাবলিক বাংলা নামের টেলিভিশন চ্যানেল চালু করে।[১৮]
Seamless Wikipedia browsing. On steroids.